ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

প্রায় ৫০ লক্ষের বেশি কৃষককে বিমার আওতায় আনতে চলেছে রাজ্য সরকার

প্রায় ৫০ লক্ষের বেশি কৃষককে বিমার আওতায় আনতে চলেছে রাজ্য সরকার
প্রায় ৫০ লক্ষের বেশি কৃষককে বিমার আওতায় আনতে চলেছে রাজ্য সরকার
Rate this post

বেঙ্গলি পোর্টাল: এবার আসন্ন রবি মরশুমে ফের কৃষকদের জন্য শস্যবিমা প্রকল্প নিয়ে হাজির হয়েছে রাজ্যের কৃষি দফতর। এবার রাজ্যের প্রায় ৫০ লক্ষ কৃষককে এই বিমার আওয়াতায় নিয়ে আসার কথা ভাবছে সরকার। গত খারিফ মরশুমে কৃষকদের মধ্যে এ শস্যবিমা বেশ পরিচিতি লাভ করেছিল। প্রায় ৬৭ লক্ষ কৃষক বিমার আওতায় ছিলেন সেইবার। তাই এই রবি মরশুমেও একই ট্রেন্ড বজায় রাখতে চায় কৃষি দফতর।

খারিফ শস্যের তুলনায় রবি শস্য চাষের জমির পরিমাণ কম। খারিফ যেখানে গড়ে ৪০ লক্ষ হেক্টর জমিতে চাষ হয়, সেখানে রবি চাষের জমির পরিমাণ গড়ে ৩০ লক্ষ হেক্টর। গত মরশুমে প্রায় ২৩ লক্ষ হেক্টর জমি রবি শস্যবিমার আওতায় ছিল। এবার কৃষি বিভাগ চেষ্টা করছে যেন গোটা রবি চাষের জমিকেই বিমার আওতায় এনে ফেলা যায়। ইতিমধ্যেই রাজ্য সরকার শস্যবিমা প্রকল্প নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তি অনুযায়ী, গতবারের মতো বোরো ধান, গম, আলু, ছোলা, ভুট্টা, মুগ, মুসুর, আখ, বাদাম, তিল ও সরষে; এই ১১টি ফসল বিমার অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে আলু ও আখের জন্য কৃষককে মাত্র ৫ শতাংশ প্রিমিয়াম জমা দিতে হবে। বাকি ৯৫ শতাংশ দেবে রাজ্য সরকার। অন্যান্য ৯টি ফসলের জন্য কৃষককে এক টাকাও প্রিমিয়াম দিতে হবে না। পুরোটাই দেবে সরকার।

আরও পড়ুন: রাজ্যের স্কুল পড়ুয়াদের পরীক্ষা না দিয়েই পাস করানোর সিদ্ধান্ত নিল পর্ষদ

রবি শস্যের বিমায় কোনোরকম সরাসরি আওতাভুক্ত করার ব্যবস্থা থাকবে না বলে জানা যাচ্ছে। প্রত্যেক কৃষককেই পঞ্চায়েত অফিসে আবেদন করতে হবে।

Leave a Reply