ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

OLX-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস বিক্রির বিজ্ঞাপন, চাঞ্চল্যকর অভিযোগ বারাণসীতে

OLX-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস বিক্রির বিজ্ঞাপন, চাঞ্চল্যকর অভিযোগ বারাণসীতে
OLX-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস বিক্রির বিজ্ঞাপন, চাঞ্চল্যকর অভিযোগ বারাণসীতে

Bengaliportal: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস বিক্রি করে দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তাও আবার অনলাইন ই-কমার্স সাইট ওএলএক্সে। রীতিমতো ছবি পোস্ট করে নরেন্দ্র মোদির বারাণসীর সাংসদ কার্যালয়টি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ই-কমার্স সাইট OLX-এ সত্যি সত্যিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীর দপ্তর বিক্রির জন্য একটি বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল। মোদির সাংসদ কার্যালয়টিকে নথিভুক্ত করা হয়েছিল একটি বড়ো বাংলো হিসেবে। যাতে কিনা চারটি ঘর, চারটি শৌচাগার, এবং প্রায় সাড়ে ৬ হাজার স্কয়্যার ফুটের ফাঁকা জায়গা আছে। বাড়িটির খুঁটিনাটি এবং ছবি সবই পোস্ট করা হয়েছিল। বাড়িটির দাম ধার্য করা হয় সাড়ে সাত কোটি টাকা। যা নজরে আসতেই চক্ষু চড়ক হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের। কারণ, দল বা প্রধানমন্ত্রীর কোনও প্রতিনিধি ওই বিজ্ঞাপন দেননি। তাহলে তা এল কোথা থেকে? সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। বারাণসী পুলিশ আগে ওই ই-কমার্স সাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেয়। জানা যায় লক্ষ্মীকান্ত ওঝা নামের এক ব্যক্তি OLX-এ বিজ্ঞাপনটি দিয়েছিলেন। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

আরও পড়ুন: বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা, ধর্ষণ নয়, ঐতিহাসিক রায় দিল্লি হাই কোর্টের

Leave a Reply