20 বছর পর আমেরিকায় ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়া আতঙ্ক।টেক্সাসে একটি এবং ফ্লোরিডায় দু’জনের শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। ম্যালেরিয়ায় আক্রান্তের খবর মিলতেই দুই প্রদেশের প্রশাসনের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র মত অনুসারে, ২০০৩ সালে শেষবার ম্যালেরিয়া আক্রান্তের খোঁজ মিলেছিল আমেরিকায়।
কিভাবে ম্যালেরিয়া সংক্রমণের ঘটনা ঘটল, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। বিদেশ থেকে আসা কোনও ব্যক্তি থেকে ম্যালেরিয়ার জীবাণু ছড়িয়ে পড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ এস্টেল মার্টিন অবশ্য স্থানীয় সংক্রমণের উপর জোর দিয়েছেন।
সাধারণত শরীরে ম্যালেরিয়া জীবাণু আছে এমন কোনও ব্যক্তিকে মশা কামড়ালে, সেই জীবাণু অন্যের শরীরে ছড়িয়ে পড়ে সংক্রমণ বৃদ্ধি করে। ম্যালেরিয়ার জীবাণু আছে এমন ব্যক্তিকে মশা কামড় দিলে, সেই ব্যক্তির মধ্যে উপসর্গ দেখা নাও দিতে পারে। কিন্তু কোনও সুস্থ ব্যক্তিকে কামড়ালে, ম্যালেরিয়া উপসর্গগুলি দেখা যায়।