ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

২২ বছরে বয়সেই গুগল কোম্পানিতে ৫০ লাখ টাকার চাকরি পেলেন পশ্চিমবঙ্গের বাঙালি যমজ ভাই

২২ বছরে বয়সেই গুগল কোম্পানিতে ৫০ লাখ টাকার চাকরি পেলেন পশ্চিমবঙ্গের বাঙালি যমজ ভাই
২২ বছরে বয়সেই গুগল কোম্পানিতে ৫০ লাখ টাকার চাকরি পেলেন পশ্চিমবঙ্গের বাঙালি যমজ ভাই
Rate this post

Bengaliportal: পোস্টিং শুরুতেই জাপান। বেতন বছরে ৫০ লাখ। তাঁরা যমজ ভাই। ২২ বছরেই মোটা অঙ্কের বেতনের চাকরি হাতের মুঠোয়। তাঁদের জীবনের সবটাই একসঙ্গে, বেতনের পরিকাঠামোতেও তার বদল নেই। সোশ্যাল মিডিয়ায় রীতিমত এই খবর ভাইরাল। বছর ঘুরলে তাঁদের মোট বেতন প্রায় ১ কোটি টাকা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

পশ্চিমবঙ্গের বর্ধমানের যমজ ভাই একই কোম্পানিতে বড় অঙ্কের বেতনের চাকরি পেয়ে নজির তৈরি করেছেন। অন্ধ্র প্রদেশের এসআরএম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তর্ষি ও রাজর্ষি মজুমদার গুগল জাপানের কৌশলগত অংশীদার পিভিপি ইনক-এর সাথে প্রতি বছর ৫০ লক্ষ টাকার সমান বেতন প্যাকেজ পেয়েছেন।তারা ক্যাম্পাস ইন্টারভিউয়ের সময় নির্বাচিত হয়েছেন।এটি সম্ভবত অন্ধ্র প্রদেশ থেকে স্নাতক প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সর্বাধিক বেতনের প্যাকেজ।

দুই ভাইয়ের নাম সপ্তর্ষি এবং রাজর্ষি মজুমদার। অন্ধ্রপ্রদেশের এস আর এম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছেন তাঁরা।

২২ বছর বয়সী এই জুটি জানিয়েছেন, “আমাদের বাবার চাকরির পোস্টিংয়ের কারণে আমরা আমাদের শৈশব বেশিরভাগ সময় ঝাড়খণ্ডে কাটিয়েছি। আমরা আমাদের মধ্য বিদ্যালয়টি আংশিকভাবে বোকারো ইস্পাত সিটিতে এবং আংশিকভাবে দেওগরে করেছিলাম এবং বোকারো স্টিল সিটির উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেছি। তারপরে আমরা এসআরএম এপিতে এসে কম্পিউটার বিজ্ঞান পড়ি। আমাদের বাবা একটি হোটেলের জেনারেল ম্যানেজার। আমাদের মা একজন গৃহকর্মী।”

ক্য়াম্পাস প্লেসমেন্ট থেকেই পেয়েছেন এই মোটা অঙ্কের চাকরি। এই প্রথম তাঁরাই সবচেয়ে বেশি প্যাকেজের চাকরি পেলেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, বাবার চাকরি সূত্রে দুই ভাইয়ের ছোটবেলা কেটেছে ঝাড়খন্ডে। এরপরে দেওঘরে বোকারো স্টিল সিটি হাই স্কুলে ভর্তি হন তারা। সেখান থেকে অন্ধ্রপ্রদেশে এসআরএম বিশ্ববিদ্য়ালয়ে স্নাতক।

Leave a Reply