ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে জেনে নিন বিস্তারিত

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন

Bengaliportal: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার চালু করল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে তাদের পড়াশোনা চালাবার জন্য। এবং চাকরি পাওয়ার পরে এই ঋণ শোধ করার সুবিধা রয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন পদ্ধতিঃ

  1. স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে www.wbscc.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. ওয়েবসাইট পেজে “স্টুডেন্ট রেজিস্টার “পয়েন্ট ক্লিক করতে হবে।
  3. যে নতুন পেজটি খুলবে তাতে আবেদনকারীর সমস্ত তথ্য পূরণ করতে হবে।

যেমন – নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, আধার কার্ড নম্বর, এমনকি আধার কার্ড না থাকলেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। তবে আধার কার্ড থাকা এবং না থাকার উপর ভিত্তি করে আবেদন ফরম আলাদা হবে।

  1. আবেদন করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, এবং একটি নির্দিষ্ট স্থানে টাইপ করে ভেরিফাই করাতে হবে।

উপরিউক্ত চারটি পদ্ধতি দ্বারা আপনার রেজিস্টার প্রক্রিয়া সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন আইডিআসবে এবং আপনার রেজিস্টার মোবাইল নম্বরে লগইন করার জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্য মেসেজ আকারে পেয়ে যাবেন ।

  1. পরবর্তী পদক্ষেপ হলো আপনাকে, www.wbscc.wb. gov.in ওয়েবসাইটে গিয়ে “স্টুডেন্ট লগইন” বাটনে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজে আপনার নিজের রেজিস্টার নম্বর এবং পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে।
  2. এবার স্কিনে ” Dashboard “খুলে যাবে এবং সেখানে ” Apply now” ক্লিক করতে হবে।
  3. নতুন পেজে আপনাকে সমস্ত নিম্নলিখিত তথ্য গুলি পূরণ করতে হবে। যেমন – আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, জন্মতারিখ, কাস্ট, আপনার আধার কার্ড আছে কিনা ,আপনার প্যান কার্ড আছে কিনা, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সহ বিভিন্ন তথ্য দিতে হবে।
    উপরিউক্ত তথ্য গুলি পূরণ করে “save and continue “বাটনে ক্লিক করতে হবে। আবেদনকারীর আধার কার্ড থাকা এবং না থাকার ওপর ভিত্তি করে রেজিস্ট্রেশন ফরম আলাদা হবে। আবেদনকারীর প্যান কার্ড না থাকলে “Download undertaking documents” অংশে ক্লিক করে ডাউনলোড করতে হবে, এবং সেটিকে নির্দিষ্ট স্থানে টাইপ করে পূরণ করতে হবে।
  4. যাদের আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে – আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর ছবি, অভিভাবকের স্বাক্ষর, অভিভাবকের ছবি, অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র (ভোটার কার্ড), আবেদনকারীর ভর্তির রশিদ এর ছবি , আবেদনকারীর প্যান কার্ড ,এবং আবেদনকারীর অভিভাবকের প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে।
    যাদের আধার কার্ড আছে তাদের ক্ষেত্রে – আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর ছবি, আবেদনকারীর অভিভাবকের স্বাক্ষর ,আবেদনকারীর অভিভাবকের ছবি,অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র (ভোটার কার্ড), আবেদনকারীর ভর্তির রশিদ এর ছবি , আবেদনকারীর প্যান কার্ড ,এবং আবেদনকারীর অভিভাবকের প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে ।
    উপরিউক্ত তথ্য গুলি পূরণ করে “save and continue “বাটনে ক্লিক করতে হবে।
  5. পুর্ববর্তী পেজে দেওয়া তথ্য গুলি নতুন পেজে একবার মিলিয়ে দেখতে হবে, যদি কোনো রকম ভুল না থাকে তবে “Submit application” ক্লিক করতে হবে।
    আপনার দেওয়া তথ্য গুলি তে যদি কোন ভুল থাকে সে ক্ষেত্রে “Edit loan application” বাটনে ক্লিক করে ভুল ঠিক করতে হবে। একবার সাবমিট হয়ে যাবার পর তথ্য গুলি পরিবর্তন করা যাবে না।
  6. এবার “Dashboard” – এ দেখবে” application submitted to HOI”, সুতরাং আপনার আবেদন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে চলে গেছে।
    এবার শিক্ষা প্রতিষ্ঠান তরফ থেকে এই আবেদন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে পাঠানো হলে “Dashboard” – এ দেখবে ”application forwarded by to HOI to HED”
    উপরিউক্ত দশটি পদক্ষেপের মাধ্যমে স্টুডেন্টরা খুব সহজেই স্টুডেন্ট আইডি কার্ড এর জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

Leave a Reply