ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাসের শুরুতেই গ্যাসের পর ফের বাড়ল জ্বালানি তেলের দাম প্রথমবার কলকাতায় ৯৯ টাকা পেরোল পেট্রলের দাম

শেষ ৩৪ দিনে পেট্রলের দাম বৃদ্ধি ৯.৬১ টাকা রাজ্যের বিভিন্ন জেলায় সেঞ্চুরি করল পেট্রলের দাম
শেষ ৩৪ দিনে পেট্রলের দাম বৃদ্ধি ৯.৬১ টাকা রাজ্যের বিভিন্ন জেলায় সেঞ্চুরি করল পেট্রলের দাম

Bengaliportal: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির একদিনের মধ্যে ফের বড়সড় ধাক্কা জ্বালানি গ্যাসে। একদিনে লিটারপ্রতি পেট্রলের দাম বাড়ল ৪০ পয়সা। ফলে প্রথমবার শহর কলকাতায় জ্বালানি তেলের মূল্য পেরিয়ে গেল ৯০ টাকার গণ্ডি। তবে, পেট্রলের দাম বাড়লেও এদিন নতুন করে ডিজেলের দাম বাড়েনি। সেটাই যা স্বস্তি।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

দেশের একাধিক বড় শহরে পেট্রলের দাম ১০৫ টাকার গণ্ডিও পেরিয়ে গিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে কার্যত গোটা রাজ্যেই পেট্রল বিকোচ্ছে লিটারপ্রতি ১০০ টাকার বেশি দলের। এমনকী এরাজ্যের একাধিক জায়গাতেও জ্বালানি তেলের দাম সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছে। এবার কলকাতাও সেদিকেই এগোচ্ছে। শুক্রবার ৪০ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম হয়েছে ৯০ টাকা ৪ পয়সা প্রতি লিটার। দেশের অন্যান্য মহানগরগুলির মধ্যে মুম্বইয়ে জ্বালানি সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে। বাণিজ্যনগরীতে আজ পেট্রলের দাম লিটারপ্রতি ১০৫ টাকা ২৪ পয়সা। চেন্নাইয়েও প্রথমবার পেট্রলে সেঞ্চুরি পেরিয়েছে দাহ্য তেল। রাজধানী দিল্লিতে পেট্রল বিকোচ্ছে লিটারপ্রতি ৯৯ টাকা ১৬ পয়সা দরে। তবে এদিন দেশের চার মহানগরেই অপরিবরতিত ডিজেলের দাম। কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯২ টাকা ৩ পয়সা,৮৯ টাকা ১৮ পয়সা, ৯৬টাকা ৭২ পয়সা এবং ৯৩ টাকা ৭২ পয়সা।

Leave a Reply