Bengaliportal: এক সপ্তাহের মধ্যে প্রাথমিকের ইন্টারভিউ তালিকা ফের প্রকাশ করার নির্দেশ দিল হাইকোর্ট। প্রার্থীদের নম্বর-সহ ওই তালিকা প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
একই সঙ্গে আদালত জানিয়েছে, ইন্টারভিউ তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, তালিকা থেকে কেন তাঁদের বাদ দেওয়া হল সেই কারণও দর্শাতে হবে কমিশনকে। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে। তবে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহালই রইল।
উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। তা নিয়ে বেশ কয়েকটি মামলাও হয়। শুক্রবার উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। তখন বিচারপতি কমিশনকে অপদার্থ বলে ভর্ৎসনা করেন। কেন অনিয়ম হয়েছে তা জানতে কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে আদালতে তলব করা হয়।
গত ২৯ জুন প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ হয়েছিল। কিন্তু মামলাকারীদের অভিযোগ, ইন্টারভিউয়ের তালিকা তৈরিতে বেনিয়ম হয়েছে। ন্যূনতম কত নম্বর পেলে ইন্টারভিউয়ে ডাক, তার কোনও উল্লেখই ছিল না সাইটে। তার পরই আদালত এই নির্দেশ দিল।