[ad_1]
AIIMS Kalyani Recruitment 2022: অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স কল্যাণীতে গ্রুপ এ পদে কর্মী নিয়োগ
Bengaliportal: রাজ্যের বিভিন্ন সরকারি ক্ষেত্রে খুলে গিয়েছে নতুন নতুন চাকরির পথ। একাধিক ক্ষেত্রে চলছে নিয়োগ। এবার সেইরকমই কর্মসংস্থানের সুযোগ নিয়ে এল অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স বা এইমস কল্যাণী। গ্রুপ এ পদে বিপুল সংখ্য়ক কর্মী নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে। গত ২৬ জুন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে, অর্থাৎ আগামী ২৬ জুলাইয়ের মধ্যে এই শূন্যপদগুলিতে আবেদন করতে হবে।
এইমস কল্যাণীর তরফে জানানো হয়েছে, মোট ৮৯টি পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদই গ্রুপ-এ । শূন্যপদগুলি হল-
অধ্য়াপক পদ: মোট ২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।
সহকারী অধ্যাপক: মোট ২৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অতিরিক্ত অধ্যাপক: মোট ১৯টি শূন্যপদ রয়েছে।
সহযোগী অধ্যাপক: ১৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।
AIIMS Kalyani Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা:
অধ্যাপক, সহকারী অধ্যাপক, অতিরিক্ত অধ্যাপক পদে যারা আবেদন করবেন, তাদের অবশ্যই চিকিৎসকের সার্টিফিকেট ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ এমডি বা এমএস ডিগ্রি থাকতে হবে। অধ্যাপকদের ক্ষেত্রে ন্যূনতম ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী অধ্যাপকদের ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহযোগী অধ্যাপকদের ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
AIIMS Kalyani Recruitment 2022 আবেদন ফি:
সাধারণ ও ওবিসি শ্রেণির আবেদনকারীদের ১৫০০ টাকা আবেদন ফি বাবদ দিতে হবে। আর্থিকভাবে অনগ্রসরদের ১২০০ টাকা ফি দিতে হবে। তবে জনজাতি-উপজাতি ও শারীরিকভাবে অক্ষমদের আবেদন ফি থেকে ছাড় দেওয়া হয়েছে।
বিস্তারিত তথ্য় জানতে ক্লিক করুন
[ad_2]