ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সর্বাধিক সন্তান থাকা পরিবারকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ঘোষণা মিজোরামের মন্ত্রীর

সর্বাধিক সন্তান থাকা পরিবারকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ঘোষণা মিজোরামের মন্ত্রীর
সর্বাধিক সন্তান থাকা পরিবারকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ঘোষণা মিজোরামের মন্ত্রীর

Bengaliportal: সম্প্রতি অসমে কার্যকর হয়ে গিয়েছে দুই সন্তান নীতি। এছাড়াও আরও কোনও কোনও রাজ্য এমন পদক্ষেপের দিকে অগ্রসর হতে চাইছে। এমতাবস্থায় মিজোরামের ক্রীড়ামন্ত্রী ঘোষণা করলেন, তাঁর বিধানসভা অঞ্চলে সর্বোচ্চ সন্তান থাকা পরিবারকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে!

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

গত রবিবার ছিল ‘ফাদার্স ডে’। আর সেই উপলক্ষেই এই ঘোষণা করেছেন মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাইয়া রয়তে। তিনি আইজল পূর্ব-২ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই অঞ্চলে যে পরিবারের সন্তানসংখ্যা সর্বাধিক থাকবে তাদের তিনি পুরষ্কার দেওয়া কথা জানিয়েছেন। কিন্তু সেই সন্তানদের সংখ্যা সর্বাধিক কত হতে পারে, সে সম্পর্কে তিনি কিছুই জানাননি।

কিন্তু কেন? কেন এমন অদ্ভুত ঘোষণা তাঁর? আসলে গোটা দেশের নিরিখে মিজোরামের জনঘনত্বের ছবিটা একেবারেই আলাদা। যেখানে গোটা দেশে প্রতি বর্গ কিলোমিটারে ৩৮২ জন বাস করেন, সেখানে মিজোরামের জনঘনত্ব মাত্র ৫২! সেকথা উল্লেখ করে রবার্ট জানাচ্ছেন, ‘‘বন্ধ্যাত্বের হার ও কমতে থাকা জনঘনত্ব বহু বছর ধরেই রাজ্যের উদ্বেগের অন্যতম বিষয়।’’

Leave a Reply