ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রেলের নয়া পদক্ষেপ, চলন্ত ট্রেনেই ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে দেওয়া যাবে জরিমানা

রেলের নয়া পদক্ষেপ, চলন্ত ট্রেনেই ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে দেওয়া যাবে জরিমানা

[ad_1]

রেলের নয়া পদক্ষেপ, চলন্ত ট্রেনেই ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে দেওয়া যাবে জরিমানা
সঞ্চয়ীতা পাত্র : প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। ঠিক এই কারণেই ভারতীয় নাগরিকদের কাছে রেলপরিষেবা গণ পরিবহনের মেরুদন্ড। যে কারণে এই রেল পরিষেবাকে প্রতিনিয়ত সাজিয়ে তোলার জন্য একের পর এক পদক্ষেপ নিতে দেখা যায় ভারতীয় রেলকে।

ভারতীয় রেলের তরফ থেকে যেমন যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার কথা মাথায় রেখে রেল পরিষেবাকে সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে, ঠিক তেমনি আবার যাত্রীদেরও রেলের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই সকল নিয়ম না মানা হলে যাত্রীদের জরিমানার সম্মুখীন হতে হয়। এ সকল নিয়মের পাশাপাশি ভারতীয় রেল প্রতিনিয়ত যাত্রীদের স্বাচ্ছন্দ দিতে প্রস্তুত।

সেই রকমই এবার ভারতীয় রেলের তরফ থেকে ট্রেনের টিটিইদের হাতে ‘পয়েন্ট অফ সেলিং’ অর্থাৎ POS মেশিন দেওয়ার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবস্থার শুরু করলো। আগে এই সকল মেশিনের ক্ষেত্রে 2G সিম কার্ড ব্যবহার করা হতো। 2G এই সিম কার্ড ব্যবহার করার ফলে বহু ক্ষেত্রেই নেটওয়ার্ক সমস্যার কারণে পেমেন্ট নিয়ে অসুবিধা হত। এবার এই সকল মেশিনে ব্যবহার করা হবে 4G সিম কার্ড।

রেল বোর্ডের তরফ থেকে ৩৬ হাজারের বেশি ট্রেনের টিটিইকে এই ধরনের মেশিন সরবরাহ করা হয়েছে। এই ধরনের মেশিন এখন টিটিইদের হাতে এসে যাওয়ার ফলে ট্রেনে কোন অনিয়মের জন্য যদি যাত্রীরা জরিমানার সম্মুখীন হন তাহলে তারা সেখানেই ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।

এই মেশিনগুলি সম্প্রতি আপগ্রেড করা হয়েছে বলেও জানা যাচ্ছে। সেগুলি আপগ্রেড করার কারণে যাত্রীদেরও অনেক সুবিধা বেড়েছে। বিশেষ করে তাড়াহুড়োতে যে সকল যাত্রীরা বিনা টিকিটে ট্রেনে চড়েছেন তারা অনেক সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এতদিন পর্যন্ত টিকিট না থাকা অথবা অন্য কোন কারণে জরিমানার সম্মুখীন হলে তা নগদে দিতে হতো। এখন দেওয়া যাবে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমেই।

[ad_2]

Leave a Reply