[ad_1]
নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে যখন শিক্ষক পদে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলনে শামিল, সেই সময় এসএসসি দুর্নীতি কাণ্ডে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলায় দফায় দফায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর এবার হাত ধুঁয়ে পড়েছে ইডি। আর এই ইডির তল্লাশিতেই শেষমেষ গ্রেপ্তার হলেন তিনি।
শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে সাতসকালেই হানা দেন ইডির আধিকারিকরা। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা বেলায় এডির তরফ থেকে জানানো হয়, এই অভিযানে তারা ২১ কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সেই টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মডেল অভিনেত্রীর ফ্ল্যাট থেকে। এই অভিনেত্রী হলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ।
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই মডেল অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ধনো সম্পদের মধ্যে রয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা নগদ, ২০টি বহু মূল্যবান স্মার্টফোন, ৫৬ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না, ৮টি সম্পত্তির দলিল ইত্যাদি। কিন্তু প্রশ্ন হল এই বিপুল পরিমাণ অর্থ ও ধন সম্পত্তি কোথায় থেকে আসতো?
টাকার উৎস সম্পর্কে গ্রেপ্তার হওয়া পার্থ ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখার্জী বেশ কিছু বিষয় এডির সামনে ফাঁস করে দিয়েছেন। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এডির সামনে অর্পিতা মুখার্জী নাকি জানিয়েছেন, এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা। দালালদের কাছ থেকে সরকারি কর্মচারি, আমলা হয়ে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে।
এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার সম্পর্ক কতদিনের তা সম্পর্কেও নাকি তিনি ইডির সামনে বলেছেন, ‘৭ বছর আগে এক প্রোমোটারের মাধ্যমে পার্থবাবুর সঙ্গে দেখা হয়। সেই প্রোমোটার পার্থবাবুর ঘনিষ্ঠ ছিলেন। এরপর ক্রমেই ‘পারিবারিক সম্পর্ক’ তৈরি হয়।’ এরই মাঝে পার্থবাবুর সঙ্গে অর্পিতার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।
[ad_2]