ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

BECIL Lower Division Clerk Recruitment 2022: BECIL-এ বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ বিস্তারিত জানুন

BECIL Lower Division Clerk Recruitment 2022
BECIL Lower Division Clerk Recruitment 2022
Rate this post

BECIL Lower Division Clerk Recruitment 2022: Broadcast Engineering Consultants India Limited (BECIL) BECIL Lower Division Clerk Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। BECIL Lower Division Clerk Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

BECIL Lower Division Clerk Recruitment 2022: BECIL-এ বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে BECIL Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডে একগুচ্ছ পদে প্রচুর শূন্যপদ নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরিয়ান, স্টেনোগ্রাফার, স্টোর কিপার, প্রোগ্রামার, ডায়াটেশিয়ান, টেকনিশিয়ান, ট্রান্সলেটর ইত্যাদি পদে নিয়োগ করা হবে।

BECIL Recruitment 2022 Lower Division Clerk -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনের কোনো আবেদন গ্রহন করা হবে না। ভারতবর্ষের নাগরিক হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। সুতরাং, BECIL LDC Recruitment 2022 পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহন শুরু হয়েছে।

bengaliportal

 

BECIL Technician Vacancy 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম

  • Lower Division Clerk 
  • Librarian 
  • Stenographer 
  • Junior Warden
  • Store Keeper 
  • Junior Engineer
  • Hindi Translator 
  • Yoga Instructor 
  • MSSO
  • Pharmacist
  • Programmer 
  • Jr. Physiotherapist 
  • Assistant Dietician
  • MRT
  • Dental Technician 
  • Jr. Audiologist 
  • Mortuary Attendant 
  • Statistical Assistant 
  • Technician 
  • Optometrist 
  • Perfusionist 

মোট শূন্যপদ

  • Lower Division Clerk: 18 টি
  • Librarian: 01 টি
  • Stenographer: 05 টি
  • Junior Warden: 03 টি
  • Store Keeper: 08 টি
  • Junior Engineer: 03 টি
  • Hindi Translator: 01 টি
  • Yoga Instructor: 02 টি
  • MSSO: 03 টি
  • Pharmacist: 03 টি
  • Programmer: 03 টি
  • Jr. Physiotherapist: 01 টি
  • Assistant Dietician: 02 টি
  • MRT: 10 টি
  • Dental Technician: 04 টি
  • Jr. Audiologist: 02 টি
  • Mortuary Attendant: 02 টি
  • Statistical Assistant: 01 টি
  • Technician: 48 টি
  • Optometrist: 01 টি
  • Perfusionist: 02 টি 

মাসিক বেতন

  • Lower Division Clerk- 18,750/- টাকা
  • Librarian- 35,400/- টাকা 
  • Stenographer- 18,750/- টাকা 
  • Junior Warden- 18,750/- টাকা 
  • Store Keeper- 35,400/- টাকা  
  • Junior Engineer- 35,400/- টাকা 
  • Hindi Translator- 22,020/- টাকা  
  • Yoga Instructor- 22,020/- টাকা  
  • MSSO- 35,400/- টাকা 
  • Pharmacist- 22,020/- টাকা
  • Programmer- 44,900/- টাকা  
  • Jr. Physiotherapist- 35,400/- টাকা  
  • Assistant Dietician- 35,400/- টাকা 
  • MRT- 22,020/- টাকা
  • Dental Technician- 22,020/- টাকা 
  • Jr. Audiologist- 35,400/- টাকা 
  • Mortuary Attendant- 13,290/- টাকা 
  • Statistical Assistant- 35,400/- টাকা  
  • Technician- 35,400/- টাকা  
  • Optometrist- 35,400/- টাকা  
  • Perfusionist- 35,400/- টাকা 

আবেদন শুরু: 10/06/2022

আবেদন শেষ: 28/06/2022

আবশ্যিক যোগ্যতা

  • Lower Division Clerk- উচ্চমাধ্যমিক পাশ এবং টাইপিং স্পিড 
  • Librarian- স্নাতক পাশ, টাইপিং স্পিড এবং অভিজ্ঞতা 
  • Stenographer- উচ্চমাধ্যমিক পাশ এবং টাইপিং স্পিড 
  • Junior Warden- মাধ্যমিক পাশ এবং অভিজ্ঞতা 
  • Store Keeper- স্নাতকোত্তর/স্নাতক পাশ এবং অভিজ্ঞতা 
  • Junior Engineer- ডিপ্লোমা পাশ এবং অভিজ্ঞতা 
  • Hindi Translator- স্নাতকোত্তর/স্নাতক পাশ এবং অভিজ্ঞতা
  • Yoga Instructor- স্নাতক, ডিপ্লোমা এবং অভিজ্ঞতা 
  • MSSO- স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা 
  • Pharmacist- ডিপ্লোমা এবং অভিজ্ঞতা 
  • Programmer- B.E./B.Tech/MCA
  • Jr. Physiotherapist- ইন্টার এবং ডিগ্রি 
  • Assistant Dietician- স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা 
  • MRT- উচ্চমাধ্যমিক পাশ 
  • Dental Technician- মাধ্যমিক, ডিপ্লোমা এবং ডেন্টাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  • Jr. Audiologist- স্নাতক পাশ
  • Mortuary Attendant- মাধ্যমিক পাশ এবং অভিজ্ঞতা 
  • Statistical Assistant- স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা
  • Technician- স্নাতক পাশ 
  • Optometrist- স্নাতক পাশ 
  • Perfusionist- স্নাতক এবং অভিজ্ঞতা 

আবেদন মূল্য

জেনারেল এবং ওবিসিদের জন্য 750/- টাকা ও এসসি এবং এসটিদের জন্য 450/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। 

আবেদন পদ্ধতি

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। 
  • সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। 
  • প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
  • এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। 
  • উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। 
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 28/06/2022

অফিসিয়াল নোটিশClick Here
আবেদন করার ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।

Leave a Reply