ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গে চিড়িয়াখানায় কর্মী নিয়োগ এখনই আবেদন করুন – Bengal Safari Recruitment 2022 Apply Now

Bengal Safari Recruitment 2022 Apply Now
Bengal Safari Recruitment 2022 Apply Now
Rate this post

[ad_1]

পশ্চিমবঙ্গে চিড়িয়াখানায় কর্মী নিয়োগ এখনই আবেদন করুন – Bengal Safari Recruitment 2022

Bengal Safari Recruitment 2022: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনও জেলা থেকে প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। প্রোজেক্ট রিসার্চ ফেলো বা প্রোজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৩টি শূন্যপদ রয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৬ অগস্ট সকাল ১১টার মধ্যে ইন্টারভিউ স্থলে উপস্থিত হতে হবে।

Bengal Safari Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইফ সায়েন্স, জুওলজি, ওয়াইল্ড লাইফ সায়েন্স বা কনভারসেশন বায়োলজিতে স্নাতকোত্তর পাস করে থাকা বাধ্যতামূলক। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

Bengal Safari Recruitment 2022 বয়স:

৩০ বছর বয়স অবধি আবেদন করা যাবে।

Bengal Safari Recruitment 2022 বেতন:

মাসে ২২,৪০০ টাকা

Bengal Safari Recruitment 2022 আবেদন পদ্ধতি:

অফলাইন ও অনলাইন উভয় উপায়েই আবেদন করা যাবে। আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। অনলাইনের ক্ষেত্রে পূরণ করা আবেদনপত্র [email protected] ইমেল আইডিতে পাঠাতে হবে।

Bengal Safari Recruitment 2022 আবেদন জমা দেওয়ার ঠিকানা ও ইন্টারভিউয়ের স্থান:

To the Director, North Bengal Wild Animals Park (Bengal Safari), 5th Mile, Sevoke Road, Salugara, Siliguri- 734008

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

[ad_2]

Leave a Reply