বেঙ্গলি পোর্টাল: ফের দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের। এবার এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল ভরতুকিবিহীন গ্যাসের দাম। করোনা পরিস্থিতিতে সংসার চালাতে গিয়ে দমবন্ধ হয়ে আসছে আমজনতার।
চাল, ডাল, আলু, পিঁয়াজ, সবজির মতো আমজনতার বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া অর্থাৎ এক কথায় বলা যায় সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। করোনার থাবায় আবার আয়ও কমেছে অনেকের। বেসরকারি সংস্থার বহু কর্মী কাজ হারিয়েছেন। আবার অনেক চাকরিজীবির বেতন কমেছে। তারই মাঝে ডিসেম্বরের দ্বিতীয় দিনে মাথায় হাত মধ্যবিত্তের। কারণ, ভরতুকিবিহীন গ্যাসের দাম এক লাফে বাড়ল ৫০ টাকা। তার ফলে কলকাতায় এবার ভরতুকিবিহীন গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ৬৭০ টাকা ৫০ পয়সা। দিল্লিতে দাম বেড়েছে ৫৪ টাকা ৫০ পয়সা। এর আগে গত জুলাইতে বেড়েছিল গ্যাসের দাম। সেবার অবশ্য ৪ টাকা ৫০ পয়সা বেড়েছিল গ্যাসের দাম। গত জুন মাসে ৩২ টাকা বেড়েছিল গ্যাসের দাম। চলতি বছরের গত ফেব্রুয়ারিতে সিলিন্ডার প্রতি ১৪৯ টাকা দাম বেড়েছিল। সেটাই এবছরের সর্বোচ্চ দামবৃদ্ধি।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
এবার, হোয়াটসঅ্যাপে গ্যাস বুকিং নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপকভাবে প্রচারে নামছে ইন্ডেন। আইআরভিএস রিফিল বুকিং ফেসিলিটি ছাড়াও হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এর মাধ্যমেও সিলিন্ডার বুক করার জন্য গ্রাহকদের সুযোগ করে দিয়েছে ইন্ডেন। ১ নভেম্বর ২০২০ থেকে গ্যাস বুকিংয়ের নিয়ম অনেকটাই সরল করা হয়েছে। ইন্ডেনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠালে তাদের গ্যাস বুকিং হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ থেকেও গ্যাস বুকিং করা যাবে৷ সিলিন্ডার বুকিংয়ের জন্য ইন্ডেন গ্রাহকরা নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করতে পারে।
আরও পড়ুন: অবশেষে অনশনরত চাকরিপ্রার্থীদের সান্তনা দিতে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়