বেঙ্গলি পোর্টাল: এসএসসি পদে নিয়োগ নিয়ে রাজ্য সরকার আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। কিন্তু ইতিমধ্যেই আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে গত মঙ্গলবার রাতভর অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তর বর্তমানে বেশ বিব্রত। অবশেষে তাদের সান্তনা দিতে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার সমস্ত দায়ভার আদালতের উপরেই চাপিয়েছেন তিনি।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রী শিক্ষক নিয়োগ প্রসঙ্গে রাজ্য সরকারের অবস্থান সম্পর্কে জানাতে গিয়ে বললেন, আপার প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া এখনো আদালতের বিচারাধীন রয়েছে। অতএব আদালতের চূড়ান্ত রায় না বেরোনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তবে শিক্ষা মন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, আদালতের রায় বেরোনোর সঙ্গে সঙ্গেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য।
আরও পড়ুন: গত ৮ বছরে বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে, দাবি তৃণমূল সাংসদ নুসরত জাহানের
শিক্ষামন্ত্রী এও জানিয়েছেন, প্রয়োজনে দশ দিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখন শুধু আদালতের রায়ের অপেক্ষা। তবে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের দাবি আদালতের রায় ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। যার ফলে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ সাত বছর ধরে আপার প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি রাজ্য সরকার। অর্থাৎ বলাই যায় শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য খানিকটা চাপের মধ্যে আছে।