WBPSC ক্লার্ক নিয়োগ 2023 | WBPSC Clerkship Recruitment 2023: পশ্চিমবঙ্গে অবশেষে সুবিশাল শূন্যপদে ক্লার্ক নিয়োগ (West Bengal Clerk Job 2023) এর বিজ্ঞপ্তি জারি হলো। মূলত পিএসসির তরফে আয়োজিত হবে এই নিয়োগ যেখানে যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ আবেদন জানাতে পারবেন। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
WBPSC ক্লার্ক নিয়োগ 2023 | WBPSC Clerkship Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) |
---|---|
পদের নাম | ক্লার্ক |
মোট শূন্যপদ | শূন্যপদের সংখ্যা এখনও উল্লেখ করা হয়নি |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ |
বয়সসীমা | ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর (বিশেষ ছাড় রয়েছে) |
রিজার্ভ ক্যাটাগরি বয়স ছাড় | SC/ST: 5 বছর, OBC: 3 বছর |
মাসিক বেতন | লেভেল -6 অনুযায়ী নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 22,700/- টাকা থেকে শুরু |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন ফি | 110/- টাকা (SC/ST/PWBD প্রার্থীদের কোনো ফি নেই) |
আবেদনের সময়সীমা | 29/12/2023 |
WBPSC ক্লার্ক নিয়োগ 2023 | WBPSC Clerkship Recruitment 2023
WBPSC ক্লার্ক নিয়োগ 2023 নিয়োগকারী সংস্থা
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা পিএসসির তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
WBPSC Clerkship Recruitment 2023 পদের নাম
পিএসসির তরফ থেকে এই নিয়োগের মধ্য দিয়ে মূলত ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে।
WBPSC ক্লার্ক নিয়োগ 2023 মোট শূন্যপদ
শূন্যপদের সংখ্যা এখনও উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে ক্লার্ক কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদ সংখ্যা শীঘ্রই প্রকাশ করা হবে।
WBPSC Clerkship Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদন জানাতে গেলে।
WBPSC ক্লার্ক নিয়োগ 2023 প্রার্থীর বয়সসীমা
ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য এবং সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
WBPSC Clerkship Recruitment 2023 মাসিক বেতন
লেভেল -6 অনুযায়ী নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 22,700/- টাকা থেকে শুরু হচ্ছে।
WBPSC ক্লার্ক নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি দেবেন। নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করে দেবেন। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ
WBPSC Clerkship Recruitment 2023 আবেদন ফি
110/- টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে। SC/ST/PWBD প্রার্থীদের কোনো রকম আবেদন ফি জমা করতে হবে না।
WBPSC ক্লার্ক নিয়োগ 2023 আবেদনের সময়সীমা
আগামী 29/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |