ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ | Indian Coast Guard Recruitment: উপকূল রক্ষক তথা কোস্ট গার্ডের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগ (Coast Guard Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কিছু পদে নেওয়া হবে কর্মী। এখানে মূলত গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ | Indian Coast Guard Recruitment
নিয়োগকারী সংস্থা | ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard) |
---|---|
পদের নাম | স্টোর কিপার গ্রেড- I এবং Sarang Lascar |
শিক্ষাগত যোগ্যতা | বিশেষ যোগ্যতা এবং অভিজ্ঞতা |
বয়সসীমা | 56 বছরের নিচে |
মাসিক বেতন | পে ম্যাট্রিক্স এর লেভেল 04 অনুসারে |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের সময়সীমা | 23/01/2024 |
ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ | Indian Coast Guard Recruitment
ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগকারী সংস্থা
উপকূল রক্ষক তথা ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
Indian Coast Guard Recruitment পদের নাম
মূলত গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে প্রধান দু ধরনের Group ‘C’ Non-Gazetted লেভেলের পদ রয়েছে।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ পদ
স্টোর কিপার গ্রেড- I
Indian Coast Guard Recruitment শিক্ষাগত যোগ্যতা
পদ সম্পর্কিত ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ প্রার্থীর বয়সসীমা
বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর, এর নিচে যেকেউ আবেদন যোগ্য।
Indian Coast Guard Recruitment মাসিক বেতন
পে ম্যাট্রিক্স এর পে লেভেল 04 অনুযায়ী মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে।
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আয়কর দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023
- আরও পড়ুন: এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় নিয়োগ
- আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ পদ
Sarang Lascar
Indian Coast Guard Recruitment শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদনের জন্যও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ প্রার্থীর বয়সসীমা
এই পদে আবেদনের জন্যও আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 56 বছর বয়সের নিচে।
Indian Coast Guard Recruitment মাসিক বেতন
এক্ষেত্রেও পে ম্যাট্রিক্স এর লেভেল 04 অনুসারে মাসিক বেতন নির্ধারণ করা হবে।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন। নিজের যাবতীয় তথ্য যেমন, নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিয়ে এটি পূরণ করুন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
Indian Coast Guard Recruitment আবেদনের সময়সীমা
আগামী 23/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |