ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | RRC Railway Recruitment 2023

RRC Railway Recruitment 2023
RRC Railway Recruitment 2023
Rate this post

ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | RRC Railway Recruitment 2023: রেল বিভাগে নতুন কর্মী নিয়োগ (RRC Railway Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে নিয়োগ করা হবে। আপনারা যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | RRC Railway Recruitment 2023

নিয়োগকারী সংস্থারেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) এর তত্ত্বাবধানে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে
পদবিভিন্ন পদ
মোট শূন্যপদএকই সঙ্গে অসংখ্য শূন্যপদ, 1832 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে
প্রার্থীর বয়সসীমা01/01/2023 এর হিসাব অনুযায়ী 15-24 বছর বয়সের মধ্যে
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন ফি100/- টাকা আবেদন ফি বাবদ দিতে হবে, SC/ST/PwBD/Women প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না
কর্মী নিয়োগ প্রক্রিয়াশিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট প্রস্তুতি করে প্রার্থীদের নিয়োগ করা হবে
আবেদনের সময়সীমা09/12/2023

ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | RRC Railway Recruitment 2023

ভারতীয় রেলে কর্মী নিয়োগকারী সংস্থা

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) এর তত্ত্বাবধানে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফে কর্মী নিয়োগ করা হবে।

RRC Railway Recruitment 2023 পদ

রেল বিভাগের এই নিয়োগের মধ্য দিয়ে মূলত যেসব ক্ষেত্রে নেওয়া হবে কর্মী:

  • Painter (General) 
  • Electrician 
  • Wireman 
  • Fitter 
  • Welder 
  • Mechanic (Diesel) 
  • Refrigeration & AC Mechanic 
  • Forger and Heat Treater 
  • Carpenter 
  • Electronic Mechanic 

ভারতীয় রেলে কর্মী নিয়োগ মোট শূন্যপদ

একই সঙ্গে অসংখ্য শূন্যপদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 1832 টি শূন্যপদ রয়েছে।

RRC Railway Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে এখানে আবেদন জানাতে চাইলে।

ভারতীয় রেলে কর্মী নিয়োগ প্রার্থীর বয়সসীমা

01/01/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 15-24 বছর বয়সের মধ্যে।

RRC Railway Recruitment 2023 আবেদন পদ্ধতি

  • অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
  • নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিতে হবে।
  • অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
  • নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
  • যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

ভারতীয় রেলে কর্মী নিয়োগ আবেদন ফি

এখানে আবেদন এর ক্ষেত্রে 100/- টাকা আবেদন ফি বাবদ দিতে হবে। SC/ST/PwBD/Women প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

RRC Railway Recruitment 2023 কর্মী নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট প্রস্তুতি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।

ভারতীয় রেলে কর্মী নিয়োগ আবেদনের সময়সীমা

আগামী 09/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a Reply