মাধ্যমিক পাশে মেট্রো রেলে নতুন কর্মী নিয়োগ | Metro Rail Recruitment 2023: মেট্রো রেলে দুর্দান্ত নিয়োগ (Metro Rail Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি কি একজন চাকরি প্রার্থী? আপনি কি দীর্ঘদিন যাবৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে এখানে অনায়াসেই আবেদন জানাতে পারেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
মাধ্যমিক পাশে মেট্রো রেলে নতুন কর্মী নিয়োগ | Metro Rail Recruitment 2023
পদ ও শূন্যপদ | 134 টি |
---|---|
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদন জানাতে গেলে। |
প্রার্থীর বয়সসীমা | 17-24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। |
মাসিক বেতন/ স্টাইপেন্ড | প্রার্থীদের নিযুক্ত করার পর মাসিক বেতন/ স্টাইপেন্ড হিসাবে 8050/- টাকা প্রদান করা হবে। |
নিয়োগ প্রক্রিয়া | আবেদন জমা পড়ার পর শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এর ভিত্তিতে মেরিট তৈরি করে যোগ্য প্রার্থী বেছে নিয়োগ করা হবে। |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের সময়সীমা | 28/11/2023 |
মাধ্যমিক পাশে মেট্রো রেলে নতুন কর্মী নিয়োগ | Metro Rail Recruitment 2023
মাধ্যমিক পাশে মেট্রো রেলে নতুন কর্মী নিয়োগ পদ ও শূন্যপদ
একই সঙ্গে বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ সংখ্যা 134 টি। নিচে পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে।
- Electrician – 45
- Electronic Mechanic – 32
- Fitter – 45
- Lift & Escalator Mechanic – 07
- Fridge & Ac Mechanic – 05
Metro Rail Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদন জানাতে গেলে।
মাধ্যমিক পাশে মেট্রো রেলে নতুন কর্মী নিয়োগ প্রার্থীর বয়সসীমা
17-24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
Metro Rail Recruitment 2023 মাসিক বেতন/ স্টাইপেন্ড
প্রার্থীদের নিযুক্ত করার পর মাসিক বেতন/ স্টাইপেন্ড হিসাবে 8050/- টাকা প্রদান করা হবে।
মাধ্যমিক পাশে মেট্রো রেলে নতুন কর্মী নিয়োগ নিয়োগ প্রক্রিয়া
আবেদন জমা পড়ার পর শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এর ভিত্তিতে মেরিট তৈরি করে যোগ্য প্রার্থী বেছে নিয়োগ করা হবে।
- আরও পড়ুন: পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কৃষি গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য দপ্তরে BPC নিয়োগ 2023
- আরও পড়ুন: কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্ডিয়া পোস্ট অফিস নিয়োগ 2023
- আরও পড়ুন: জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023
Metro Rail Recruitment 2023 আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন। সেক্ষেত্রে নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।
নিজের গুরুত্বপূর্ণ সকল ডকুমেন্ট পাশাপাশি নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে দিন।
সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
মাধ্যমিক পাশে মেট্রো রেলে নতুন কর্মী নিয়োগ আবেদনের সময়সীমা
আগামী 28/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |