ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গ কৃষি গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ 2023 | WB Agricultural Research Institute Recruitment 2023

WB Agricultural Research Institute Recruitment 2023
WB Agricultural Research Institute Recruitment 2023

পশ্চিমবঙ্গ কৃষি গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ 2023 | WB Agricultural Research Institute Recruitment 2023: পশ্চিমবঙ্গে কৃষি গবেষণা সংস্থার তরফে কর্মী নিয়োগ (Agricultural Research Institute Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে থেকে থাকলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

Table of Contents

পশ্চিমবঙ্গ কৃষি গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ 2023 | WB Agricultural Research Institute Recruitment 2023

পদের নামল্যাব অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতাস্নাতক বা গ্র্যাজুয়েশন পাস
প্রার্থীর বয়সসীমা35 বছর পর্যন্ত
মাসিক বেতন20,000/- টাকা বেতন হতে পারে
কর্মী নিয়োগ প্রক্রিয়াআবেদন জমা প্রদান এবং ইন্টারভিউ
আবেদন পদ্ধতিঅফলাইন
ইন্টারভিউ তারিখ16 নভেম্বর, 2023

পশ্চিমবঙ্গ কৃষি গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ 2023 | WB Agricultural Research Institute Recruitment 2023

পশ্চিমবঙ্গ কৃষি গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ 2023 নিয়োগকারী সংস্থা

পশ্চিমবঙ্গে কৃষি গবেষণা সংস্থা তথা ICAR-Indian Agricultural Research Institute এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

WB Agricultural Research Institute Recruitment 2023 পদের নাম

রাজ্যের কৃষি গবেষণা সংস্থার এই নিয়োগের মধ্য দিয়ে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ কৃষি গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে।

WB Agricultural Research Institute Recruitment 2023 প্রার্থীর বয়সসীমা

বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে বয়স হলেই আবেদন জানাতে পারেন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ কৃষি গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ 2023 মাসিক বেতন

চাকরিতে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 20,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।

WB Agricultural Research Institute Recruitment 2023 কর্মী নিয়োগ প্রক্রিয়া

আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। সেখানে যাচাই ও বাছাইয়ের পর কর্মী পদে নিযুক্ত করা হবে।

পশ্চিমবঙ্গ কৃষি গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ 2023 আবেদন পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন।

1. সেক্ষেত্রে নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা Application Form সংগ্রহ করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম ভালো করে পূরণ করে ফেলতে হবে।

3. সেক্ষেত্রে নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি, জেন্ডার, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করে দিন।

5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এই ফর্ম ইন্টারভিউয়ের আগে জমা করতে হবে।

WB Agricultural Research Institute Recruitment 2023 ইন্টারভিউয়ের তারিখ

আগামী 16 নভেম্বর, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে।

Important Links

Official NotificationClick Here 
Official WebsiteClick Here 

Leave a Reply