Bengaliportal: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে শতাধিক শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট পদে এই নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফেও ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
শূন্যপদের সংখ্যা:-
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, মোট ১৫১টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এর মধ্যে বেশ কয়েকটি সংরক্ষিত আসনও রয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
শিক্ষাগত যোগ্যতা:-
এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে যে কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতেই হবে। এছাড়াও, যে কোনও ইনস্টিটিউট থেকে হোমিওপ্যাথি ফার্মাসিতে অন্তত এক বছরের সার্টিফিকেট কোর্স করতেই হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিনে হোমিওপ্যাথি ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকতেই হবে আবেদনকারী। বাংলা লিখতে এবং পড়তে হবে বলেও জানানো হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.wbhrb.in/
আবেদন পদ্ধতি:-
এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করা যাবে। আর তা করতে হলে এই লিঙ্কে- https://www.wbhrb.in/ -ক্লিক করতে হবে। আর সেখানে বিস্তারিত বলা হয়েছে। তবে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বৈধ ইমেল এবং মোবাইল নম্বর প্রয়োজন রয়েছে। রেজিস্টার করে আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে ১৬০ টাকা ফি দিতে হবে আবেদনকারীকে।
বেতন:-
ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী এই শূন্যপদের জন্যে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। পে ব্যান্ড থ্রি অনুযায়ী ৭১০০ থেকে ৩৭,৬০০ টাকা। গ্রেড পে ৩২০০ টাকা। এছাড়াও আরও বেশ কয়েকটি ভাতা পাবেন যোগ্য প্রার্থীরা।