ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আর্মি ইস্টার্ন কমান্ডে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Army Eastern Command Recruitment 2022 : আর্মি ইস্টার্ন কমান্ডে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Army Eastern Command Recruitment 2022 : আর্মি ইস্টার্ন কমান্ডে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Bengaliportal: আর্মি ইস্টার্ন কমান্ডে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো।প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে অর্থাৎ ১৪ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

সম্প্রতি আর্মি ইস্টার্ন কমান্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আর্মি ইস্টার্ণ কমান্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

শূন্যপদের সংখ্যা:- মোট ১৫৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

পদগুলি হলো:-

বার্বার- ৯টি

পদচৌকিদার- ১২টি পদ

লোয়ার ডিভিশন ক্লার্ক- ৩টি

পদসাফাইওয়ালি- ৩৫টি

পদহেলথ ইন্সপেক্টর- ১৮টি

পদকুক- ৩টি পদটি/ মেট- ৮টি

পদওয়ার্ড সহায়িকা- ৫৩টি

পদওয়াশারম্যান- ১৭টি পদ

আবেদন শুরুর তারিখ:- ৩০.০৪.২০২২

আবেদনের শেষ তারিখ:-

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে অর্থাৎ ১৪ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা:- বার্বার, চৌকিদার, সাফাইওয়ালি, হেলথ ইন্সপেক্টর, কুক, টি/ মেট, ওয়ার্ড সহায়িকা, ওয়াশারম্যান- দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।লোয়ার ডিভিশন ক্লার্ক- দ্বাদশ শ্রেনী পাশ করতে হবে।

বয়সসীমা:- ১৮-২৫ বছরের মধ্যে বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। সংরক্ষিত বর্গের প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি:- প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে বিভিন্ন ডকুমেন্ট সহকারে আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Commandant, Command Hospital (EC) Alipore, Kolkata 700027’।

আবেদন ফি:- প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।

Leave a Reply