ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

প্রায় ৫ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো FCI যোগ্যতা অষ্টম ও দশম শ্রেণি উত্তীর্ণ

প্রায় ৫ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো FCI যোগ্যতা অষ্টম ও দশম শ্রেণি উত্তীর্ণ
প্রায় ৫ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো FCI যোগ্যতা অষ্টম ও দশম শ্রেণি উত্তীর্ণ
Rate this post

Bengaliportal: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ক্যাটেগরি II, III এবং IV-এর শূন্যপদে প্রায় পাঁচ হাজার পদে নিয়োগ করা হবে। এব্যাপারে সংস্থার তরফে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

পদের বিভাজন:-

ক্যাটেগরি II-এ ৩৫ টি

ক্যাটেগরি III-এ ২৫২১ টি

ক্যাটেগরি IV-এ (ওয়াচম্যান) ২১৫৪ টি

শিক্ষাগত যোগ্যতা:-

দেশের যে কোনও স্বীকৃত বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম, দশম এবং স্নাতক হতে হবে (যে ক্ষেত্রে যেটি প্রযোজ্য)।

নিয়োগ পদ্ধতি:-

প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা, শারীরিত সহনশীলতার পরীক্ষা এবং নথি যাচাইকরণের ভিত্তিতে নির্বাচন কিংবা সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট:- https://fci.gov.in/

আবেদন করার পদ্ধতি:-

আগ্রহী এবং যোগ্য আবেদনকারীদের আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে।

Leave a Reply