ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক পাশে কো-অপারেটিভ ব্যাংকে MTS ও ক্লার্ক নিয়োগ | Co-operative Bank MTS and Clerk Recruitment 2023

Co-operative Bank MTS and Clerk Recruitment 2023
Co-operative Bank MTS and Clerk Recruitment 2023

মাধ্যমিক পাশে কো-অপারেটিভ ব্যাংকে MTS ও ক্লার্ক নিয়োগ | Co-operative Bank MTS and Clerk Recruitment 2023: কো-অপারেটিভ ব্যাংকের তরফে কর্মী নিয়োগ (Cooperative Bank Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সব থেকে বড় কথা হলো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

মাধ্যমিক পাশে কো-অপারেটিভ ব্যাংকে MTS ও ক্লার্ক নিয়োগ | Co-operative Bank MTS and Clerk Recruitment 2023

পদের নামশিক্ষাগত যোগ্যতাপ্রার্থীর বয়সসীমামাসিক বেতনআবেদন পদ্ধতিআবেদনের সময়সীমা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারডিগ্রি পাশ21-40 বছর42,900/- টাকাঅনলাইন28/11/2023
ক্যাশ কাম জেনারেল ক্লার্কডিগ্রি পাশ18-40 বছর27,300/- টাকাঅনলাইন28/11/2023
মাল্টি টাস্কিং স্টাফমাধ্যমিক পাস18-40 বছর16,500/- টাকাঅনলাইন28/11/2023

মাধ্যমিক পাশে কো-অপারেটিভ ব্যাংকে MTS ও ক্লার্ক নিয়োগ | Co-operative Bank MTS and Clerk Recruitment 2023

মাধ্যমিক পাশে কো-অপারেটিভ ব্যাংকে MTS ও ক্লার্ক নিয়োগ পদের নাম

একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,

1. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

2. ক্যাশ কাম জেনারেল ক্লার্ক

3. মাল্টি টাস্কিং স্টাফ

Co-operative Bank MTS and Clerk Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাশ।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ক্যাশ কাম জেনারেল ক্লার্ক পদে আবেদনের জন্য ডিগ্রি পাশ করে থাকতে হবে।

মাধ্যমিক পাশে কো-অপারেটিভ ব্যাংকে MTS ও ক্লার্ক নিয়োগ প্রার্থীর বয়সসীমা

MTS ও ক্যাশ কাম জেনারেল ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে 18-40 বছর বয়সের মধ্যে। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য বয়সসীমা 21-40 বছর।

Co-operative Bank MTS and Clerk Recruitment 2023 মাসিক বেতন

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে মাসিক বেতন 42,900/- টাকা, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক পদের ক্ষেত্রে বেতন 27,300/- টাকা এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে বেতন 16,500/- টাকা।

মাধ্যমিক পাশে কো-অপারেটিভ ব্যাংকে MTS ও ক্লার্ক নিয়োগ আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত আবেদন পদ্ধতি নিম্নরূপ।

1. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর দেবেন অনলাইন রেজিস্ট্রেশন এর সময়।

3. নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

4. যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।

5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

Co-operative Bank MTS and Clerk Recruitment 2023 আবেদনের সময়সীমা

আগামী 28/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

Important Links

Official NotificationClick Here
Apply OnlineClick Here

Leave a Reply