ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ | WBPSC Textile Department Recruitment

WBPSC Textile Department Recruitment
WBPSC Textile Department Recruitment
Rate this post

পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ | WBPSC Textile Department Recruitment: পশ্চিমবঙ্গে পিএসসির তরফে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি প্রার্থী হয়ে আপনি যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ | WBPSC Textile Department Recruitment

নিয়োগকারী সংস্থাপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা পিএসসি
পদটেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রেড -III
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ
প্রার্থীর বয়সসীমাবয়সের ঊর্ধ্বসীমা 39 বছর
মাসিক বেতন28,900/- টাকা থেকে শুরু, সর্বোচ্চ 74,500/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা15 ডিসেম্বর, 2023

পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ | WBPSC Textile Department Recruitment

পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগকারী সংস্থা

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা পিএসসি এর তত্ত্বাবধানে টেক্সটাইল বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

WBPSC Textile Department Recruitment পদের নাম

পিএসসির এই নিয়োগের মধ্য দিয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রেড -III পদে কর্মী নিয়োগ করা হবে।

পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

WBPSC Textile Department Recruitment প্রার্থীর বয়সসীমা

বয়সের ঊর্ধ্বসীমা 39 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ মাসিক বেতন

কর্মী পিছু মাসিক গড় বেতন 28,900/- টাকা থেকে শুরু হচ্ছে। এই বেতন সর্বোচ্চ 74,500/- টাকা অব্দি হতে পারে।

WBPSC Textile Department Recruitment আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

1. নিয়োগের অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ এবং রেজিস্ট্রেশন করুন।

2. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।

3. অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।

4. নিজের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।

5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ আবেদনের সময়সীমা

আগামী 15 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Reply