ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ | North Central Railway Recruitment 2023

North Central Railway Recruitment 2023
North Central Railway Recruitment 2023
Rate this post

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ | North Central Railway Recruitment 2023: রেলে ফের নতুন করে নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা চাকরি প্রার্থী এবং, দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন এবং রেল বিভাগের চাকরিতে আগ্রহী তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আপনারা। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ | North Central Railway Recruitment 2023

নিয়োগকারী সংস্থারেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) এর তত্ত্বাবধানে উত্তর মধ্য রেল (North Central Railway)
পদবিভিন্ন পদ
মোট শূন্যপদ1697 টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
প্রার্থীর বয়সসীমা15-24 বছর
নিয়োগ প্রক্রিয়ামেরিট লিস্ট তৈরি করে শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে নিয়োগ হবে
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা14/12/2023

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ | North Central Railway Recruitment 2023

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগকারী সংস্থা

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) এর তত্ত্বাবধানে উত্তর মধ্য রেল (North Central Railway) এর তরফে নিয়োগ করা হচ্ছে।

North Central Railway Recruitment 2023 পদের নাম

প্রার্থীদের বিভিন্ন পদে তথা ক্ষেত্রে নিযুক্ত করা হবে। যথা,

1. Fitter

2. Welder (G&E)

3. Armature Winder

4. Machinist

5. Carpenter

6. Electrician

7. Painter (General)

8. Mechanic (DSL)

9. Information & Communication Technology System maintenance

10. Wireman

11. Black Smith

12. Plumber

13.Mechanic cum Operator Electronics Communication System

14. Health Sanitary Inspector

15. Multimedia and Web Page Designer

16. MMTM

17. Crane

18. Draughtsman (Civil)

19. Stenographer (English)

20. Stenographer (Hindi)

21. Turner

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ মোট শূন্যপদ

একই সঙ্গে অঢেল পরিমাণ শূন্যপদে প্রার্থীদের এসব ক্ষেত্রে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 1697 টি শূন্যপদ রয়েছে।

North Central Railway Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ প্রার্থীর বয়সসীমা

15-24 বছর বয়সের মধ্যে যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

North Central Railway Recruitment 2023 নিয়োগ প্রক্রিয়া

শিক্ষাগত যোগ্যতা তথা মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করে তার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া নিয়োগের অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন। নিজের যাবতীয় তথ্য যেমন, নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

North Central Railway Recruitment 2023 আবেদনের সময়সীমা

আগামী 14/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a Reply