ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট | Airports Authority of India Junior Executive Recruitment

Airports Authority of India Junior Executive Recruitment
Airports Authority of India Junior Executive Recruitment
Rate this post

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট | Airports Authority of India Junior Executive Recruitment: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বাসিন্দা যেকোনো চাকরিপ্রার্থী এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

Table of Contents

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট | Airports Authority of India Junior Executive Recruitment

পদের নামJunior Executive (Air Traffic Control)
মোট শূন্যপদ496 টি (UR- 199 টি, EWS- 49 টি, OBC- 140 টি, SC- 75 টি, ST- 33 টি, PwBD- 5 টি।)
শিক্ষাগত যোগ্যতাবিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা এবং গণিত সহ পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলির যেকোনো একটিতে পূর্ণ সময়ের ডিগ্রী
মাসিক বেতন40,000/- টাকা থেকে 1,40,000/- টাকা পর্যন্ত
বয়সসীমা৩০ নভেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী ২৭ বছরের মধ্যে
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন ফিসাধারণ জাতিভুক্ত চাকরিপ্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০/- টাকা
আবেদনের শেষ তারিখ৩০ নভেম্বর, ২০২৩

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট | Airports Authority of India Junior Executive Recruitment

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট পদের নাম

Junior Executive (Air Traffic Control)

Airports Authority of India Junior Executive Recruitment মোট শূন্যপদ

496 টি। (UR- 199 টি, EWS- 49 টি, OBC- 140 টি, SC- 75 টি, ST- 33 টি, PwBD- 5 টি।)

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা এবং গণিত সহ পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলির যেকোনো একটিতে পূর্ণ সময়ের ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

Airports Authority of India Junior Executive Recruitment মাসিক বেতন

এই পদের বেতন 40,000/- টাকা থেকে 1,40,000/- টাকা পর্যন্ত।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট বয়সসীমা

আবেদন করার জন্য ৩০ নভেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

Airports Authority of India Junior Executive Recruitment আবেদন পদ্ধতি

যোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে www.aai.aero ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদন জানাতে হবে। আবেদন জানানোর ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীকে নিজস্ব বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি সাবমিট করতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্ক প্রতিবেদনের নিচে দেওয়া হল।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট আবেদন ফি

সাধারণ জাতিভুক্ত চাকরিপ্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০/- টাকা জমা করতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী, শারীরিক প্রতিবন্ধী চাকরিপ্রার্থী ও মহিলা চাকরি প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

Airports Authority of India Junior Executive Recruitment আবেদনের শেষ তারিখ

৩০ নভেম্বর, ২০২৩

Important Links

Official Notice: Click Here
Apply Now: Click Here

Leave a Reply