[ad_1]
নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের শনিবার এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেওয়ার পর তাকে গ্রেফতার করে এডি। গ্রেপ্তার হওয়ার পর তাকে আদালতে পেশ করা হলে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে শারীরিক অসুস্থতা অনুভব করায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। পরে আদালতে নির্দেশে তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর AIIMS -এ।
সোমবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে ভুবনেশ্বর AIIMS নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে ভর্তি নেন নি চিকিৎসকেরা। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের চার পাঁচটি শারীরিক অসুবিধা রয়েছে। তার জন্য তাকে ওষুধ খেতে হবে। তবে এই সকল শারীরিক সমস্যা গুরুতর নয়।
কলকাতা হাইকোর্টের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার ভুবনেশ্বর AIIMS এ নিয়ে যাওয়ার পর সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আদালতের নির্দেশে সেখানে একটি মেডিকেল টিম গঠন করে কর্তৃপক্ষ। সেই মেডিকেল টিমের তরফ থেকে সমস্ত পরীক্ষা করে দেখার পর জানানো হয়, পার্থ চট্টোপাধ্যায় একাধিক রোগে ভুগলেও কোন রোগই গুরুতর নয়।
ভুবনেশ্বর AIIMS অধিকর্তা আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ ঠিকই। তার জন্য তাকে ওষুধ খেতে হবে। তবে এর জন্য তাকে হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। জানা যাচ্ছে এদিন ভুবনেশ্বর নিয়ে যাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের ইসিজি, ইউএসজি পরীক্ষা করা হয়। পাশাপাশি তার কিডনি এবং হার্টের পরীক্ষাও করা হয়।
এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করতে নেমে এখনো পর্যন্ত ইডির কাছে যা তথ্য এসেছে তা অবাক করে দেওয়ার মতোই বলে জানা যাচ্ছে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নগদ ২১ কোটি টাকার বেশি অর্থ পাওয়ার পাশাপাশি অন্যান্য সম্পদ পাওয়া গিয়েছে এবং বিভিন্ন জায়গায় নামে বেনামে সম্পত্তির হদিস মিলেছে বলে জানা যাচ্ছে।
[ad_2]