ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগ | National Company Law Tribunal Recruitment

National Company Law Tribunal Recruitment
National Company Law Tribunal Recruitment
Rate this post

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগ | National Company Law Tribunal Recruitment: আইন বিচারালয় বিভাগে জারি হয়েছে কর্মী নিয়োগ (Law Tribunal Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যেও নেওয়া হবে কর্মী। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগ | National Company Law Tribunal Recruitment

নিয়োগকারী সংস্থাNational Company Law Tribunal (NCLT)
পদের নামকোর্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতাবিশেষ যোগ্যতা প্রয়োজন, বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন
বয়সসীমা৫৬ বছরের মধ্যে আবেদন যোগ্য
মাসিক বেতন৪৭,৬০০/- টাকা থেকে শুরু
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদন সময়সীমা২০ ডিসেম্বর 2023

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগ | National Company Law Tribunal Recruitment

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগকারী সংস্থা

আইন বিচারালয় বিভাগ তথা National Company Law Tribunal (NCLT) এর তরফে নিয়োগ করা হবে।

National Company Law Tribunal Recruitment পদের নাম

আইন বিচারালয় বিভাগের এই নিয়োগের মধ্য দিয়ে মূলত কোর্ট অফিসার পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা

পদ সম্পর্কিত বিষয়ে বিশেষ যোগ্যতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

National Company Law Tribunal Recruitment প্রার্থীর বয়সসীমা

বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগ মাসিক বেতন

মাসে ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে প্রদান করা হবে। সেক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন 47,600/- টাকা থেকে শুরু হচ্ছে।

National Company Law Tribunal Recruitment আবেদন পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। 

1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট পূরণ করে ফেলুন।

3. এক্ষেত্রে পদের নাম, নিজের নাম, জন্মতারিখ, ক্যাটাগরি, মোবাইল নম্বর, ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করে দিন।

5. সবার শেষে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগ আবেদনের সময়সীমা

আগামী 20 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যেই আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Reply