এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ | Airport Security Screener Recruitment: AAI Cargo Logistics and Allied Services Company Limited এর তরফে শতাধিক শূন্যপদে এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 906 টি শূন্যপদ রয়েছে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীদের আবেদন করতে পারবেন প্রার্থীরা। মোট তিন বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ | Airport Security Screener Recruitment
পদ | সিকিউরিটি স্ক্রিনার |
---|---|
শূন্যপদ | 906 টি |
যোগ্যতা | নূন্যতম গ্র্যাজুয়েশন পাস, ইংরেজি এবং হিন্দি অথবা আঞ্চলিক ভাষায় দক্ষ |
বয়সসীমা | 18 থেকে 27 বছর |
বেতনক্রম | 30,000 টাকা (প্রথম বছর), 32,000 টাকা (দ্বিতীয় বছর), 34,000 টাকা (তৃতীয় বছর) |
নিয়োগ পদ্ধতি | ফিজিক্যাল এবং কমিউনিকেশন টেস্ট |
নিয়োগ স্থান | দেশের বিভিন্ন এয়ারপোর্ট |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন মূল্য | 750 টাকা (জেনারেল, OBC পুরুষ), 100 টাকা (মহিলা, SC, ST, PWD, EWS) |
আবেদনের সময়সীমা | 08/12/023 |
এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ | Airport Security Screener Recruitment
এয়ারপোর্টে সিকিউরিটি নিয়োগ পদ
সিকিউরিটি স্ক্রিনার – Security Screener (Fresher)
Airport Security Screener Recruitment শূন্যপদ
এখানে মোট 906 টি শূন্যপদ রয়েছে।
এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ যোগ্যতা
আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর সাথে ইংরেজি এবং হিন্দি অথবা আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে।
Airport Security Screener Recruitment বয়সসীমা
18 থেকে 27 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ বেতনক্রম
এখানে তিন বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে যথাক্রমে 30,000 টাকা, 32,000 টাকা এবং 34,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
Airport Security Screener Recruitment নিয়োগ পদ্ধতি
ফিজিক্যাল এবং কমিউনিকেশন টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ নিয়োগ স্থান
নির্বাচিত প্রার্থীদের দেশের বিভিন্ন এয়ারপোর্টে নিয়োগ করা হবে।
Airport Security Screener Recruitment আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.aaiclas.aero ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। পাসপোর্ট ছবি এবং সাক্ষর সঠিক ভাবে আপলোড করার পরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় নিয়োগ
- আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে DM অফিসে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাংকে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নতুন শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কো-অপারেটিভ ব্যাংকে MTS ও ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে মেট্রো রেলে নতুন কর্মী নিয়োগ
এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ আবেদন মূল্য
জেনারেল, OBC পুরুষ প্রার্থীদের 750 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। মহিলা, SC, ST, PWD, EWS প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে।
Airport Security Screener Recruitment আবেদনের সময়সীমা
08/12/023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here