ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023 | SSC GD Constable Recruitment 2023

SSC GD Constable Recruitment 2023
SSC GD Constable Recruitment 2023
Rate this post

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023 | SSC GD Constable Recruitment 2023: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। প্রায় 75 হাজারের বেশি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলির স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023 | SSC GD Constable Recruitment 2023

পদের নামSSC GD Constable
মোট শূন্যপদ75768 টি (BSF- 27875, CISF- 8598, CRPF- 25427, SSB- 5278, ITBP- 3006, AR- 4776, SSF- 583, NIA- 225)
শিক্ষাগত যোগ্যতাম্যাট্রিকুলেশন অথবা দশম শ্রেণি পাস হতে হবে, শারীরিক যোগ্যতার সকল নিয়ম অনুসরণ করতে হবে
মাসিক বেতনNIA- বেতন লেভেল 1 অনুযায়ী 18,000/- থেকে 56,900/- টাকা, অন্যান্য সমস্ত পদের জন্য বেতন লেভেল 3 অনুযায়ী 21,700/- থেকে 69,100/- টাকা
বয়সসীমা18 থেকে 23 বছর (এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটদের 5 বছর এবং 3 বছর বয়সের ছাড় রয়েছে)
আবেদন পদ্ধতিঅনলাইন মোডে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ আবেদন জমা দিতে হবে
আবেদন ফি100/- টাকা (জেনারেল, OBC পুরুষ), মহিলা, SC, ST, PWD, EWS প্রার্থীদের আবেদন ফি নেই
আবেদন শেষ তারিখ29 ডিসেম্বর 2023

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023 | SSC GD Constable Recruitment 2023

এসএসসি জিডি নিয়োগ 2023 পদের নাম

SSC GD Constable

SSC GD Constable Recruitment 2023 মোট শূন্যপদ

75768 টি। (BSF- 27875 টি, CISF- 8598 টি, CRPF- 25427 টি, SSB- 5278 টি, ITBP- 3006 টি, AR- 4776 টি, SSF- 583 টি, NIA- 225 টি।)

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া ভারতীয় সেনায় নিয়োগের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার সকল প্রকার নিয়ম লাগু হবে।

SSC GD Constable Recruitment 2023 মাসিক বেতন

NIA -তে কনস্টেবল পদের জন্য বেতন লেভেল 1 অনুযায়ী 18,000/- থেকে 56,900/- টাকা এবং অন্যান্য সমস্ত পদের জন্য পে লেভেল 3 অনুযায়ী 21,700/- থেকে 69,100/- টাকা।

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023 বয়সসীমা

1 আগস্ট 2023 তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের 5 বছর এবং 3 বছর বয়সের ছাড় রয়েছে।

SSC GD Constable Recruitment 2023 আবেদন পদ্ধতি

কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.ssc.nic.in -এ অনলাইন মোডে আবেদন জমা দিতে হবে। সেক্ষেত্রে নিজের সঠিক মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগইন করে উল্লিখিত অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন ফি জমা করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলির স্ক্যান্ড কপি আপলোড করতে হবে।

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023 আবেদন ফি

ধার্য আবেদন ফি হল 100/- টাকা। তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

SSC GD Constable Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

29 ডিসেম্বর 2023

Important Links

Official Notification: Download Now 

Apply Now: Click Here

Leave a Reply