খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ | Fssai Recruitment 2023: Food Safety and Standards Authority of India (FSSAI) তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি দিদির মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন যোগ্য। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ | Fssai Recruitment 2023
নিয়োগ সংস্থা | Food Safety and Standards Authority of India (FSSAI) |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২২-১১-২০২৩ – ০৪-১২-২০২৩ |
খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ | Fssai Recruitment 2023
খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল:
- Administrative Officer
- Senior Private Secretary
- Personal
- Secretary
- Assistant Manager (IT)
- Assistant
- Junior Assistant (Grade -II)
২) এখানে মোট ৪২ জনকে নিয়োগ করা হবে।
Fssai Recruitment 2023 বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৫২ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার সময় অতি অবশ্যই বয়সের হিসাব করতে হবে ২২-১১-২০২৩ তারিখ অনুযায়ী। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাচ্ছে।
২) এখানে একাধিক শুন্যপদ (Fssai Recruitment 2023) রয়েছে ক্ষেত্রে কোন পদের জন্য কি বেতন সেটা জানার জন্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে কিছু কিছু পরে উচ্চমাধ্যমিক পাসও লাগছে আবার কিছু পদে ব্যাচেলার ডিগ্রী ও সম্পূর্ণ করা থাকতে হবে তার সাথে এখানে অভিজ্ঞতাও লাগছে সে ক্ষেত্রে সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন তবে নিজের দায়িত্বে আবেদন করুন।
www.fssai.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
Fssai Recruitment 2023 নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের ইন্টারভিউ ও অভিজ্ঞতার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
- আরও পড়ুন: এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023
- আরও পড়ুন: এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় নিয়োগ
- আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে টেক্সটাইল দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ (Fssai Recruitment 2023) ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
Fssai Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭-১০-২০২৩ |
আবেদন শেষ | ২২-১১-২০২৩ |
Important Links
অফিশিয়াল ওয়েবসাইট | www.fssai.gov.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
Apply Online | Click Here |