পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ | WB Municipal Corporation Recruitment: পশ্চিমবঙ্গে মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনারা যদি চাকরিপ্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে থেকে থাকেন এবং মিউনিসিপাল কর্পোরেশন তথা পৌরসভার কাজে আগ্রহী হয়ে থাকেন তবে এটি হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ | WB Municipal Corporation Recruitment
নিয়োগকারী সংস্থা | National Urban Health Mission |
---|---|
পদের নাম | ফার্মাসিস্ট (Pharmacist) |
শিক্ষাগত যোগ্যতা | D- Pharma অথবা ফার্মেসির ডিপ্লোমা |
প্রার্থীর বয়সসীমা | 40 বছর এবং তার নিচে |
মাসিক বেতন | সর্বনিম্ন 22,000/- টাকা |
নিয়োগ প্রক্রিয়া | শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের সময়সীমা ও ঠিকানা | 22/12/2023 |
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ | WB Municipal Corporation Recruitment
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ 2023 নিয়োগকারী সংস্থা
কলকাতা সিটি NUHM তথা National Urban Health Mission তথা জাতীয় নাগরিক স্বাস্থ্য মিশনের তরফে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নেওয়া হচ্ছে কর্মী।
WB Municipal Corporation Recruitment পদের নাম
NUHM এর তত্ত্বাবধানে এই মিউনিসিপাল কর্পোরেশন তথা পৌরসভার এই নিয়োগের মধ্য দিয়ে ফার্মাসিস্ট (Pharmacist) পদে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো D- Pharma তথা ফার্মেসির ওপর ডিপ্লোমা করে থাকতে হবে।
WB Municipal Corporation Recruitment প্রার্থীর বয়সসীমা
নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ মাসিক বেতন
নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 22,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
WB Municipal Corporation Recruitment নিয়োগ প্রক্রিয়া
শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার টেস্ট এর ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হবে। শিক্ষাগত যোগ্যতার ওপর সর্বোচ্চ 85 নম্বর এবং কম্পিউটার টেস্ট এর ওপর রয়েছে 15 নম্বর অর্থাৎ সব মিলিয়ে 100 নম্বর।
- আরও পড়ুন: WBPSC ক্লার্ক নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজের গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করুন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করুন।
4. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
WB Municipal Corporation Recruitment আবেদনের সময়সীমা
আগামী 22/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ আবেদনের ঠিকানা
Kolkata Municipal Corporation (CMO Bldg) 5, S.N. Banerjee Road, Kolkata – 700013
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |