জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ | West Bengal National Health Mission Recruitment: জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের জাতীয় স্বাস্থ্য দপ্তরের অধীনে বহু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে সকলে এই পদ গুলিতে আবেদন জানাতে পারবেন। রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করা যাবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ | West Bengal National Health Mission Recruitment
পদের নাম | সাইকাট্রিস নার্স, সাইকাট্রিস সামাজিক কর্মী, অপথালমিক অ্যাসিস্টেন্ট, ল্যাবেরোটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট, স্পেশিয়ালিস্ট মেডিকেল অফিসার (বিভিন্ন বিভাগে) ও নিউট্রিশনিস্ট |
---|---|
শূন্যপদ | একটি সংশ্লিষ্ট নিয়োগে বহু পদ |
যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাস (বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন) |
বয়সসীমা | 18-12-2023 তারিখ পর্যন্ত |
মাসিক বেতন | গড়ে 25,000 টাকা |
আবেদন ফী | সাধারণ ও ওবিসিদের জন্য 100 টাকা, অন্যান্য সংরক্ষিতদের জন্য 50 টাকা |
নিয়োগ প্রক্রিয়া | লিখিত পরীক্ষা, মেডিকেল টেস্ট |
অনলাইন আবেদনের সময়সীমা | 18-12-2023 তারিখ পর্যন্ত |
জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ | West Bengal National Health Mission Recruitment
জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ পদের নাম
এক্ষেত্রে বহু পদে নিয়োগ করা হবে। যেমন- সাইকাট্রিস নার্স, সাইকাট্রিস সামাজিক কর্মী, অপথালমিক অ্যাসিস্টেন্ট, ল্যাবেরোটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেল্থ অ্যাসিস্টেন্ট, স্পেশিয়ালিস্ট মেডিকেল অফিসার (বিভিন্ন বিভাগে) ও নিউট্রিশনিস্ট পদে নিয়োগ করা হবে।
West Bengal National Health Mission Recruitment কীভাবে আবেদন জানাতে হবে?
যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করতে পারবেন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এরপর সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করার পর প্রথমে রেজিষ্ট্রেশন ও পরে পুরো আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। সব ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে। এরপর ফাইনাল সাবমিট করে আবেদন পত্র প্রিন্ট আউট বের করতে হবে।
জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ আবেদন ফী
যে সমস্ত চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 100 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য আবেদন ফী হিসেবে 50 টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে।
West Bengal National Health Mission Recruitment নিয়োগ প্রক্রিয়া
যারা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সফলভাবে আবেদন জানাবে তাদের নিয়োগ করা হবে অফিসিয়াল নোটিশ প্রকাশিত তথ্য অনুযায়ী। বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট এ পেয়ে যাবেন।
- আরও পড়ুন: ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আয়কর দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ 2023
- আরও পড়ুন: এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ
জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ মাসিক বেতন
এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে গড়ে 25,000 টাকা। কিন্তু বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন কাঠামো রয়েছে।
West Bengal National Health Mission Recruitment আবেদনের তারিখ
যে সকল প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন 18-12-2023 তারিখ পর্যন্ত।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here