ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভোটে জিতলে বিনামূল্যে রেশন আবারও আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

"ভোটে জিতলে বিনামূল্যে রেশন" আবারও আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
"ভোটে জিতলে বিনামূল্যে রেশন" আবারও আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Rate this post

Bengaliportal: অনেক আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ২০২১ সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেবেন। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রতিশ্রুতি দেন, আগামী বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এলে তাঁর সরকার জুনের পরেও বিনা পয়সাতেই রেশন দেবে। অথচ এই প্রতিশ্রুতিকে ‘ভোটের চমক’ বলেই কটাক্ষ করেছেন বিরোধীরা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এক দিকে, তৃণমূল সকলের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের কথা প্রচার করছে। তাতে ‘দুয়ারে সরকার’-এর নানা প্রকল্পে নাম লেখানো, বিশেষত স্বাস্থ্যসাথী কার্ড করার ধুম লেগে গিয়েছে। তার পাল্টা ‘চাকরির প্রতিশ্রুতি ফর্ম’ নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। এই আবহে এ দিন মমতার আশ্বাস, ‘‘গত ছ’মাস ধরে বিনা পয়সায় রেশন দিচ্ছি। ১০ কোটি মানুষের রেশন বিনা পয়সায় দেওয়া হচ্ছে। পৃথিবীর মধ্যে এমন একটা রাজ্য আমাকে দেখাতে পারবেন? আমাদের সরকার আসবে এবং আবারও বিনে পয়সায় পাবেন।’’

আরও পড়ুন: গবাদিপশুর মল, ভুষি, অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে গুঁড়ো মশলা

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সম্পর্কে বিরোধী বাম, কংগ্রেস এবং বিজেপি-র অবশ্য কটাক্ষ, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করার সুযোগ তিনি আর পাবেন না। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিটাই প্রতারণা। কারণ ভোটে উনি আর ক্ষমতায় ফিরবেন না।’’ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘বামেরাই সকলের জন্য খাদ্য নিরাপত্তার দাবি তুলেছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? আর এখন বাংলার মানুষ তাঁকে আর এই ঘোষণা বাস্তবায়িত করার সুযোগ দেবে না।’’ বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নানেরও মন্তব্য, ‘‘বিদায় নিশ্চিত বুঝে মুখ্যমন্ত্রী এখন নানা রকম প্রতিশ্রুতি বিলি করছেন।’’ আগামী বছর বিধানসভা ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখেন কিনা সেদিকেই লক্ষ্য থাকবে রাজ্যবাসীর।

Leave a Reply