Bengaliportal: আগামী বছরে JEE Main পরীক্ষা হতে চলেছে চার দফায়, ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। বুধবার পড়ু্য়া, অভিভাবকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা সভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। শুধু তাই নয়, বাংলা–সহ একাধিক আঞ্চলিক ভাষায় দেওয়া যাবে পরীক্ষা।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
সাধারণত, প্রত্যেকবছর জানুয়ারি এবং এপ্রিল মাসে জয়েন্ট এন্ট্রাস মেইনস পরীক্ষ আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কিন্তু এবার চার দফায় আয়োজিত হবে এই পরীক্ষা। প্রথম দফা পরীক্ষা আয়োজিত হবে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি। এরপর মার্চ, এপ্রিল এবং মে মাসে আয়োজিত হবে বাকি তিন দফার পরীক্ষা। করোনা আবহে চলতি বছরে কোনও বোর্ডই সঠিক সময়ে তাঁদের সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজিত করতে পারেনি। প্রত্যেক বোর্ডকে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা নিতে হবে। আর তাই এই চার দফায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে কোনও পরীক্ষার্থী সুযোগ পাওয়া থেকে বঞ্চিত না হন। এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশনও। চলবে আগামী বছর ১৬ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: মাধ্যমিক ও ITI পাশেই সরকারি চাকরি এখনই আবেদন করুন
তিনি জানান, আগামী বছর কোনও পড়ুয়া চাইলে চার দফার পরীক্ষাতেই বসতে পারবেন। এই চারটির মধ্যে যে পরীক্ষায় তিনি বেশি নম্বর পাবেন, মেরিট লিস্ট তৈরির সময় সেটিকেই ওই পড়ুয়ার প্রাপ্ত নম্বর হিসেবে ধরা হবে। এছাড়া এবার থেকে পরীক্ষায় গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যার ৩০টি করে মোট ৯০টি প্রশ্ন থাকবে। এর মধ্যে প্রত্যেক পড়ুয়াকে ৭৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
শুধু চার দফায় পরীক্ষা নেওয়াই নয়, বদল এসেছে একাধিক নিয়মে। সেই সমস্ত কিছুও এদিন অভিভাবক এবং পড়ুয়াদের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।