ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

৫৮ মিনিটে ৪৬ রকমের পদ রান্না করে, বিশ্ব রেকর্ড চেন্নাইয়ের লক্ষ্মীর

৫৮ মিনিটে ৪৬ রকমের পদ রান্না করে, বিশ্ব রেকর্ড চেন্নাইয়ের লক্ষ্মীর
৫৮ মিনিটে ৪৬ রকমের পদ রান্না করে, বিশ্ব রেকর্ড চেন্নাইয়ের লক্ষ্মীর
Rate this post

Bengaliportal: মাএ ৫৮ মিনিটের মধ্যে ৪৬ রকমের পদ রান্না করে রেকর্ড গড়ল তামিলনাড়ুর এক বালিকা। এসএন লক্ষ্মী সাই শ্রী নামের ওই বালিকা মঙ্গলবার চেন্নাইয়ে ৫৮ মিনিটে বানিয়েছে ৪৬ রকমের পদ। এর জেরেই তার নাম উঠেছে “ইউনিকো বুক অব ওয়ার্ল্ড রেকর্ড”-এ।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মায়ের কাছ থেকেই বিভিন্ন রকমের রান্না শিখেছে বলে জানিয়েছে লক্ষ্মী। বিশ্বরেকর্ড গড়ার পর সংবাদ মাধ্যমকে সে বলেছে, ‘‘মায়ের কাছ থেকে রান্না শিখেছি আমি। এই মাইলস্টোন ছুঁতে পেরে খুব আনন্দ হচ্ছে আমার।’’ মেয়ের এই কীর্তিতে খুশি লক্ষ্মীর মা এন কালাইমগল। তিনি বলেছেন, ‘‘তামিলনাড়ুর বিভিন্ন ঐতিহ্যবাহী রান্না আমি করি। লকডাউনের সময় মেয়ে রান্নাঘরে আমার সঙ্গে অনেকটা সময় কাটাত। সেই সময়েই রান্নার প্রতি ওর আগ্রহের বিষয়টি লক্ষ্য করি। সেই কথা স্বামীকে জানাতেই উনি রেকর্ড গড়ার চেষ্টা করতে বলেন।’’

আরও পড়ুন: গবাদিপশুর মল, ভুষি, অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে গুঁড়ো মশলা

উল্লেখ্য এর আগে কেরলের ১০ বছরের মেয়ে সানভি ৩৩ রকমের পদ রান্না করেছিল। তবে এবার ৫৮ মিনিটে ৪৬ রকমের পদ রান্না করে, বিশ্ব রেকর্ড করল তামিলনাড়ুর এই বালিকা।

Leave a Reply