ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এক পায়ে বাংলা জয় করব দুপায়ে দিল্লি নির্বাচনী জনসভা থেকে এমনটাই চ্যালেঞ্জ মমতার

এক পায়ে বাংলা জয় করব দুপায়ে দিল্লি নির্বাচনী জনসভা থেকে এমনটাই চ্যালেঞ্জ মমতার
এক পায়ে বাংলা জয় করব দুপায়ে দিল্লি নির্বাচনী জনসভা থেকে এমনটাই চ্যালেঞ্জ মমতার

Bengaliportal: বাংলার পর দিল্লিও দখল করবে তৃণমূল। নির্বাচনী জনসভা থেকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, “এক পায়ে বাংলা জয় করব, দু’পায়ে দিল্লি।” তৃণমূল সু্প্রিমোর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

বঙ্গে ভোটযুদ্ধ শুরু হয়েছে এপ্রিলের শেষে।বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে প্রচার চালাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। একইভাবে বাংলা দখলে রাখতে জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। কার্যত প্রতিদিনই একাধিক সভা করছেন খোদ তৃণমূল সুপ্রিমো। জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী, তা বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি।

সোমবার হুগলির চুঁচুড়া ও চণ্ডীতলার সভা থেকেও তেমনটাই বললেন মমতা। তাঁর কথায়, “আমি যেখানে দাঁড়াব, সেখানেই জিতব।” এদিন বিজেপিকে দিল্লি থেকে সরানোর ডাক দেন মমতা। বলেন, “এক পায়ে বাংলা জয় করব, দু’পায়ে দিল্লি। বিজেপিকে বাংলা ও দিল্লি থেকে সরাতে তৃণমূলই একমাত্র ভরসা।” নেত্রীর এই মন্তব্যেই স্পষ্ট যে, দিল্লির মসনদ দখলের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল।

Leave a Reply