ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

২ মে পদ্মফুলকে চোখে সরষে ফুল দেখানো জন্য কর্মীদের আহবান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২ মে পদ্মফুলকে চোখে সরষে ফুল দেখানো জন্য কর্মীদের আহবান জানালেন অভিষেকে বন্দ্যোপাধ্যায়
২ মে পদ্মফুলকে চোখে সরষে ফুল দেখানো জন্য কর্মীদের আহবান জানালেন অভিষেকে বন্দ্যোপাধ্যায়

Bengaliportal: চন্দননগরের সভা থেকে ফের বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার ছেড়ে বললেন, “২ মে দফা রফা হবে গেরুয়া শিবিরের।” চ্যালেঞ্জ ছুঁড়লেন, ফের বাংলার মেয়েই হবেন মুখ্যমন্ত্রী।

মার্চের শেষেই বঙ্গে ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১০ এপ্রিল। ওই দিন চন্দননগর আসনে নির্বাচন। তার আগে সোমবার চন্দননগরে ইন্দ্রনীল সেনের সমর্থনে জনসভা করলেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপি নেতাদের তুলোধোনা করলেন তিনি। বিজেপির লাগাতার বঙ্গ সফরকে কটাক্ষ করে তিনি বলেন, “এক মহিলার ভয়ে ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন মোদি-শাহ।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

কিন্তু এতে কোনও লাভ হবে না।” এরপরই অভিষেক বলেন, “প্রথম দুই দফার ভোটে বিজেপি বুঝে গিয়েছে ওদের হার নিশ্চিত। আট দফার পর ওদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। ২ মে বিশ্বাসঘাতকদের আর খুঁজে পাওয়া যাবে না।” এদিনের সভা থেকে কর্মী সমর্থকদের উদ্দেশে যুব তৃণমূল সভাপতি বলেন, “ভোটগণনার দিন অর্থাৎ ২ মে পদ্মফুলকে চোখে সরষে ফুল দেখাতেই হবে।” বিজেপি নেতাদের আবর্জনা বলে কটাক্ষ করে সাংসদ বললেন, “ফল প্রকাশিত হলেই আবর্জনারা বাড়ি ফিরে যাবে।”

Leave a Reply