ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

DRDO এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ

DRDO এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ
DRDO এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ

ভারতীয় সেনার নাভাল সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। এই ধরনের প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় সেনার চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন।

প্রশিক্ষণের নাম- APPRENTICESHIP TRAINING TO GRADUATE/DIPLOMA/ITI CANDIDATES

মোট শূন্যপদ– ৬২ টি। (উপরে উল্লিখিত শিক্ষানবিশদের জন্য, শিক্ষানবিশ আইন ১৯৬১, শিক্ষানবিশ বিধি ১৯৯২ এবং শিক্ষানবিশ (সংশোধন) বিধি ২০১৯ -এর বিধান অনুসারে SC,ST এবং OBC বিভাগের জন্য সংরক্ষণ প্রযোজ্য হবে।)

শিক্ষাগত যোগ্যতা– Graduate Apprentice এর ক্ষেত্রে Mechanical, Naval Architecture, Computer Science, Electronics & Communication, Electronics & Instrumentation Electrical & Electronics ইঞ্জিনিয়ারিং পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। Diploma Apprentice এর ক্ষেত্রে Computer Science, Chemical Engineering, Electrical & Electronics Engineering, Electronics & Instrumentation, Commercial and Computer, Practice Mechanical ইঞ্জিনিয়ারিং পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। ITI Trade Apprentice এর ক্ষেত্রে CNC Operator, Computer Operator & Programming, Assistant (COPA), Electrician, Welder (Gas & Electric), Turner, Fitter, Mechanist ইত্যাদি ট্রেডে ITI পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা– এই প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

প্রশিক্ষণের সময়সীমা– ১ বছর।

স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন Graduate Apprentice দের ৯০০০/- টাকা, Diploma Apprentice দের ৮০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ITI Trade Apprentice দের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টাকার কথা উল্লেখ করা হয়নি।

আবেদন পদ্ধতি– প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করে [email protected] এই ইমেইল আইডিতে পাঠাতে হবে। প্রার্থীদের আবেদনপত্রটি সঠিক বিবরণ দিয়ে পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। শেষ তারিখের পরে প্রাপ্ত অনলাইন আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ– বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে।

Leave a Reply