নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম– Fitterমোট শূন্যপদ- ২৫ টি। (SC- ৫ টি, OBC- ৬ টি, EWS- ২ টি, UR- ১২ টি।)
বয়সসীমা– ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি– যোগ্য প্রার্থীরা বাড়িতে বসেই সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজের মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিন থেকে আবেদন করতে পারবেন। তার জন্য প্রার্থীদের NPCIL -এর ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
নিয়োগ পদ্ধতি– সংশ্লিষ্ট ITI ট্রেডে প্রার্থীর প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। ITI ট্রেড প্রাপ্ত নাম্বারের টাই হলে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।
নিয়োগ স্থান– Narora Atomic Power Station, Narora, Bulandshahr, Uttar Pradesh -203389
আবেদনের শেষ তারিখ– ১৮ জুলাই ২০২৩