ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

করোনার ভ্যাকসিন নিলেই মিলবে সোনার গয়না অভিনব উদ্যোগ গুজরাটে

করোনার ভ্যাকসিন নিলেই মিলবে সোনার গয়না অভিনব উদ্যোগ গুজরাটে
করোনার ভ্যাকসিন নিলেই মিলবে সোনার গয়না অভিনব উদ্যোগ গুজরাটে

Bengaliportal: করোনা টিকা নিলেই মিলবে সোনা। মেয়েদের জন্য নাকছাবি। পুরুষরা পাবেন ‘হ্যান্ড ব্লেন্ডার’। এমনই অভিনব অফার দেওয়া হয়েছে গুজরাটের রাজকোটে। শহরের সোনা ব্যবসায়ীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এমনই বন্দোবস্ত করেছে প্রশাসন। টিকাকরণ নিয়ে আতঙ্কের মধ্যেই সকলকে টিকাদানে উৎসাহিত করতেই এমন এক আশ্চর্য পরিকল্পনা করা হয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হয়েছে। তা চলবে আগামী শনিবার রাত ৮টা পর্যন্ত। ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত কোটি মানুষ করোনা টিকার ডোজ নিয়েছেন। এদিকে দেশে শুরু হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে এখনও অধিকাংশ মানুষের টিকাকরণ না হওয়া চিন্তায় রাখছে প্রশাসনকে। তার মধ্যেই রয়েছে টিকাকরণ নিয়ে উদ্বেগও। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত হয়ে অনেকেই টিকা নিতে চাইছেন না।

মানুষকে টিকাকরণে উৎসাহিত করতে নানা রকমের প্রচার চালানো হচ্ছে। কিন্তু গুজরাটে যে ‘অফার’ দেওয়া হচ্ছে, তা যে রীতিমতো চমকপ্রদ তাতে সন্দেহ নেই। এদিকে সুরাটের এক বেসরকারি সংস্থা আবার কর্মীদের টিকা নিয়ে নিতে বলেছে। অন্যথায় তাঁদের প্রতি তিন দিন অন্তর করোনা পরীক্ষা করাতে হবে, নাহলে তাঁদের অফিসে ঢুকতে দেওয়া হবে না। এভাবেই নানা ভাবে মানুষকে টিকাকরণের পথে আনতে চাইছে প্রশাসন।

Leave a Reply