দিদির বাড়িতে এসে চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ভাইয়ের। উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানো হলো । মর্মান্তিক ঘটনাটি করেছে শুক্রবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। পরিবার ও রেল পুলিশ সূত্রে জানা যায় যুবকের নাম অরুণ বিশ্বাস বয়স ২৪ বছর।
বাড়ি ইংরেজবাজার থানার বাগবাড়ি চন্দন পার্ক এলাকা। পরিবারের রয়েছে বাবা অনন্ত বিশ্বাস মা মমতা বিশ্বাস। পরিবার জানা যায় আজ সকালে পাল্লা মেডিকেল সংলগ্ন এলাকায় মালা শীলের বাড়ি এসেছিল ভাই অরুন বিশ্বাস।এরপরে দিদির সাথে কথা বলে ওই যুবক মালদা মেডিকেলের সামনে চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যা করে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃত যুবকের পরিবারসহ গোটা এলাকায়।