রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্য পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দপ্তরে বিভিন্ন পদে মোট ৬৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম– Data Scientists, IT Security Experts, Data Analysts, Cyber Security Analysts, etc.মোট শূন্যপদ– ৬৬ টি। (GEN/UR– ৫২ টি, SC– ৩ টি, OBC– ৭ টি, EWS- ১ টি।)শিক্ষাগত যোগ্যতা– Masters in Statistics/ Econometrics/ Mathematics/ Mathematical Statistics/ Data Sciences/Finance/ Economics অথবা BE/ BTech/ MTech in Computer Science/IT/ Electricals and Electronics অথবা M.A./ M.Sc. or Ph.D. in Applied Econometrics/ Statistics/ Economics অথবা MCA with specialization in Information Security/ IT Risk Management/ Information Assurance/ Cybersecurity and Digital Threat Management ইত্যাদি বিষয়গুলিতে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন– দুধরনের পদের জন্য আলাদা বেতন কাঠামো ধার্য্য আছে এই পদগুলির ক্ষেত্রে। গ্রেড ‘সি’ সমতুল্য পদগুলির ক্ষেত্রে বার্ষিক ৩৬.৯৬ লাখ টাকা থেকে ৪৫.৮৪ লাখ টাকা। গ্রেড ‘ডি’ সমতুল্য পদগুলির ক্ষেত্রে বার্ষিক ৫১.৬০ লাখ টাকা থেকে ৫৭.২৪ লাখ টাকা।বয়সসীমা– বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সসীমা বিভিন্ন রয়েছে। তবে, সার্বিকভাবে ২৫ বছর থেকে ৪০ বছর বয়সীরা এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। সম্পূর্ণ নির্ভুল ভাবে একটি মাত্র আবেদন জমা করতে পারবেন চাকরিপ্রার্থীরা। অনলাইনে আবেদন জানানোর জন্য বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা আবশ্যক। আবেদন জানানোর সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয়পত্র ইত্যাদি কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে চাকরিপ্রার্থীদের।
আবেদন ফি- SC, ST এবং PwBD প্রার্থীদের জন্য ১০০ টাকা + ১৮% GST আবেদন ফি ধার্য্য করা হয়েছে। অন্যদিকে GEN, OBC এবং EWS প্রার্থীদের জন্য ৬০০ টাকা + ১৮% GST আবেদন ফি ধার্য্য করা হয়েছে।নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে মোট ৩ টি ধাপে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন ও শেষে থাকবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট।
আবেদনের শেষ তারিখ- ১১ জুলাই, ২০২৩।