ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পঞ্চায়েত ভোটের জন্য পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

Calcutta University exam postponed for panchayat polls
Calcutta University exam postponed for panchayat polls

Bengaliportal: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। এবার এই ভোটের জন্য পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা। স্নাতক স্তরের বেশ কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হল।

আগামী ২৭ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল বিএ, বিএসসি এবং বি.কম অনার্স ও জেনারেলের ষষ্ঠ সেমেস্টার এবং তৃতীয় বর্ষের পরীক্ষা। কিন্তু ভোটের কারণে পিছিয়ে গেল সেই পরীক্ষা। আগামী ২৭ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, সেই পরীক্ষা পিছিয়ে গেল সেই ১৫ জুলাই। চলবে ২৪ জুলাই পর্যন্ত।

কোন কোন পরীক্ষা পিছিয়ে গেল?

  • বিএ, বিএসসি, বিকম অনার্স (ষষ্ঠ সেমিস্টার)
  • বিএ, বিএসসি, বিকম জেনারেল (ষষ্ঠ সেমিস্টার)
  • বিএ, বিএসসি, বিএম মেজর (ষষ্ঠ সেমিস্টার)
  • বিএ, বিএসসি, বিকম অনার্স (তৃতীয় বর্ষ)
  • বি.এ, বি.এসসি, বিকম জেনারেল (তৃতীয় বর্ষ)।
  • বি.এ, বি.এসসি, বিকম মেজর (তৃতীয় বর্ষ)।

গত ৮ জুলাই এক দফায় পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে। ফলপ্রকাশ ১১ জুলাই। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ভোটের জন্য বিভিন্ন কলেজ ব্যবহার করবে রাজ্য নির্বাচন কমিশন। সেই পরিস্থিতিতে পুরোদমে পরীক্ষা চালানো কঠিন। তাই সবদিক বিবেচনা করেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষাকেন্দ্র বা সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না।

Leave a Reply