[ad_1]
নিজস্ব প্রতিবেদন : জিএসটি কাউন্সিলের বৈঠকে নতুন সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাদ্য সামগ্রীর উপর লাগু হয়েছে GST। এর আগে এই সকল ক্ষেত্রে জিএসটি নেওয়া হতো না। নতুন করে এই সকল ক্ষেত্রে জিএসটি লাগু হওয়ার কারণে দাম বাড়বে এমনটাই বাস্তব।
তবে এই সকল খাদ্য সামগ্রীর উপর জিএসটি বসানো নিয়ে নানান ভুল ভ্রান্তি রটছে। সবার আগে জানা দরকার, লুস অর্থাৎ খোলা চাল, ডাল অথবা অন্য কোন খাদ্য সামগ্রির উপর জিএসটি লাগু হচ্ছে না। জিএসটি লাগু হচ্ছে প্যাকেটজাত এবং ব্রান্ডেড খাদ্য সামগ্রীর ক্ষেত্রে। প্যাকেটজাত এবং ব্র্যান্ডেড এই সকল খাদ্য সামগ্রীর উপর ৫% জিএসটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও পড়ে তা কার্যকর হয় ১৮ জুলাই।
তবে এই প্যাকেটজাত এবং ব্রান্ডেড খাদ্য সামগ্রী উপরে জিএসটি লাগু করার ক্ষেত্রেও বেশ কিছু ভাগ রাখা হয়েছে। সেক্ষেত্রে ওজনের উপর এই ভাগ রাখা হয়েছে। ওজনের উপর এই ভাগ রাখার পরিপ্রেক্ষিতে দেশের নাগরিকরা ইচ্ছে করলে জিএসটি ছাড়াই প্যাকেটজাত ব্র্যান্ডেড খাদ্য সামগ্রী কিনতে পারবেন। কেন্দ্রের তরফ থেকে কি সেই নিয়ম রাখা হয়েছে?
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, প্যাকেটজাত ব্র্যান্ডেড খাদ্য সামগ্রী চাল, ডাল, মুড়ির উপর জিএসটি লাগু হলেও ২৫ কেজি ওজনের বেশি যদি এই সকল ব্র্যান্ডেড খাদ্য সামগ্রী ক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে জিএসটিতে ছাড় দেওয়া হবে। সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে।
সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ২৫ কেজি পর্যন্ত প্রি-প্যাকেজড পণ্যের উপরে ৫ শতাংশ করে জিএসটি বসলেও, যদি সেই পণ্যের ওজন ২৫ কেজির বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কোনও জিএসটি দিতে হবে না। একই সঙ্গে কোনও দোকানী যদি ২৫ কেজির প্যাকেট কিনে, সেই পণ্য খোলা বাজারে বা প্যাকেটে বিক্রি করে, তবে সেক্ষেত্রেও জিএসটি বসবে না।
[ad_2]