ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

IPL এর বিশেষ খবর: IPL এ ছন্দপতন চেন্নাই সুপার কিংস এর

Chennai Super Kings in the IPL is ultimately
IPL এ ছন্দপতন চেন্নাই সুপার কিংস এর
Rate this post

বেঙ্গলি পোর্টাল: IPL এর বিশেষ খবর। IPL টুর্নামেন্টের অন্যতম সফল দল। কিন্তু এবারেই যেন ছন্দপতন। এবছর অর্থাৎ 2020 সালে গোটা IPL জুড়ে কার্যত ধারাবাহিকতার অভাবে ছন্দপতন ঘটেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এর। এই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ব্যাটেও তেমন রান আসতে দেখা যায়নি।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এই পরিস্থিতিতে এবারের মতো IPL অভিযান শেষ হলেও পরের বারের জন্য আগাম চিন্তাভাবনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ধোনি নিজেও জানিয়ে দিয়েছেন, হলুদ জার্সি থেকে অবসরের ভাবনা তাঁর এখনই নেই। এমনকী শেষ ম্যাচের তিনি জানিয়ে দেন, তার দলে পরিবর্তন দরকার। সূত্রের খবর, এর কোপ পড়তে পারে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়ের উপরেও।

টুর্নামেন্ট শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন সুরেশ রায়না এবং হরভজন সিং। বাঁ–হাতি এই ব্যাটসম্যানের অভাব গোটা টুর্নামেন্টে ভুগিয়েছে CSK’কে। ‌অন্যদিকে, স্পিন বিভাগে হরভজন সিং এর অভাবও পূরণও হয়নি। এই অবস্থায় আইপিএল ১৪’‌র সিজন হয়তো আগামী ছ’‌মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে তাই নতুন করে দলগঠন করতে মরিয়া চেন্নাই। কানাঘুষো খবর, শেন ওয়াটসন, পীযূ্ষ চাওলা, কেদার যাদবকে পরের সিজনের জন্য দলে নাও রাখতে পারে কিংসরা। কারণ চলতি আইপিএলে একেবারেই খারাপ পারফর্ম করেছেন তিন সিনিয়র। কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। এছাড়াও আরও বেশ কয়েকজন বাদ যেতে পারেন।

এদিকে, পাঞ্জাব ম্যাচের পরই নিজের অবসরের জল্পনা উড়িয়ে দেন ধোনি। পাশাপাশি বলেন, পরের সিজনে অবশ্যই দলের কোর গ্রুপে কিছু পরিবর্তন করা হবে। তাঁর কথায়, “পুরোটাই নির্ভর করছে নিলাম হওয়া নিয়ে বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। তবে আমার মনে হয় কোর গ্রুপের এবার পরিবর্তন করা প্রয়োজন। অন্তত আগামী দশ বছরের কথা ভেবে। আইপিএল শুরুর সময় আমরা এরকম একটা দল তৈরি করেছিলাম। যা এতদিন আমাদের সাহায্য করেছে। তবে বর্তমানে কিছু কিছু জায়গায় পরিবর্তন তো দরকার। সময় এসেছে পরবর্তী জেনারেশনের হাতে ব্যাটন তুলে দেওয়ার।” অর্থাৎ ধোনির কথাতেই স্পষ্ট আগামিদিনে যথেষ্ট পরিবর্তন আসতে চলেছে চেন্নাই সুপার কিংস দলের।

Leave a Reply