ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার পথে: কিন্তু কবে চালু হচ্ছে?

Local train services are being launched in the state
রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার পথে

বেঙ্গলি পোর্টাল: রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা কবে থেকে চালু হবে এবং এই করোনা আবহাওয়া কালে কতটা স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের চলা দরকার? যাত্রী ভিড়ই বা সামাল দেওয়া হবে কীভাবে? সেই রূপরেখা চূড়ান্ত করতেই আজ সোমবার বিকেলে রেলের সঙ্গে নবান্নে বিশেষ বৈঠকে বসছে রাজ্য সরকার৷

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

লোকাল ট্রেন পরিষেবা শুরু করার জন্য অনেক দিন ধরেই রেলকর্তৃপক্ষ তৈরি বলে রেলের তরফে দাবি করা হয়েছিল৷ তবে তার জন্য রাজ্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে তারা জনিয়েছিল। কারণ স্টেশন এবং ট্রেনের কামরায় ভিড় নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রেল কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসনের কাছে। এরই মধ্যে শনিবার রেলের বিশেষ ট্রেনে ওঠা নিয়ে হাওড়া স্টেশনে যাত্রীদের সঙ্গে আরপিএফ-এর কর্মীদের ঝামেলার পর পর লোকাল ট্রেন পরিষেবা দ্রুত শুরু করতে রেলের সঙ্গে বৈঠকে উদ্যোগী হয় রাজ্য প্রশাসন৷

প্রাথমিক ভাবে পরিকল্পনা করা হয়েছে, যেভাবে মেট্রো রেলে ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে, লোকাল ট্রেন পরিষেবা ক্ষেত্রেও একইপদ্ধতি অনুসরণ করা হবে৷ মেট্রোর মতো লোকালে চড়ার ক্ষেত্রেও ই পাসের ব্যবস্থা করা যায় কি না, সে নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে৷

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, লকডাউনের আগে হাওড়া এবং শিয়ালদহ থেকে মোট যে পরিমাণ লোকাল ট্রেন চলত, তার এক তৃতীয়াংশ ট্রেন চালানো হতে পারে৷ আবার যেভাবে মুম্বইতে লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে, সেই মডেলও অনুসরণ করা যায় কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

সুতরাং বলাই যায়, এই অতিমাড়ির সময় কঠিন পরিস্থিতিতে রাজ্যবাসীর সুবিধার্থে লোকাল ট্রেন চালু করা রেল কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply