ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে বিনামূল্যে রেশন ব্যবস্থার সময়সীমা বাড়ানোর আবেদন

Application For Extension Of Free Ration System In The State
রাজ্যে বিনামূল্যে রেশন ব্যবস্থার সময়সীমা বাড়ানোর আবেদন

বেঙ্গলি পোর্টাল: রাজ্যে করোনা (Coronavirus) সংকট কাটেনি এখনও। কবে এই সংকট কাটবে, তা নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। এই অবস্থায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিনই হয়ে উঠেছে। লকডাউন এর সময় কালে কয়েকমাস ধরেই রুটিরুজি নিয়ে অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় দেশবাসীর পাশে দাঁড়াতে কেন্দ্রীয় খাদ্য প্রকল্প “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা” য় এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যপণ্য বণ্টনের সিদ্ধান্ত নেয় রাজ্য। এবার এই পরিষেবার মেয়াদ আরও বৃদ্ধির জন্য আবেদন জানিয়ে সরাসরি নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস অ্যাসোসিয়েশনের (All India Fare Price Shop Dealers’ Association) আবেদনকে সমর্থন জানিয়ে তাঁর অনুরোধ, আরও চার মাস বিনামূল্যে রেশনের (Free Ration) ব্যবস্থা করুক কেন্দ্রসরকার।

করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন চালু হওয়ার পর ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’য় প্রথম দফায় তিনমাস বিনামূল্যে দেশবাসীকে রেশন দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্রসরকার। পরে তা আরও কয়েকমাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চাল, ডাল, ছোলার মতো সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিভিন্ন রাজ্যে বণ্টন করা হচ্ছিল কেন্দ্রের তরফ থেকে। এই রেশন সামগ্রীর মান নিয়ে রাজ্যের বেশ কিছু অভিযোগও ছিল। সেসব সত্ত্বেও রাজ্যবাসী প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ রেশন পাচ্ছিলেন কেন্দ্র থেকে।

তবে রাজ্যের তরফে সময়মতো গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রকে সরবরাহ না করার অভিযোগে নভেম্বরের বরাদ্দ রেশন সামগ্রী পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় কেন্দ্র। দেশের স্বার্থে তুচ্ছ সংঘাত ভুলে এভাবে যৌথভাবে কাজ করাই যে গণতান্ত্রিক কাঠামোর দস্তুর, সেটা সৌগত রায়ের মতো দুঁদে রাজনীতিবিদ বোঝেন বেশ ভালই। তবে তাঁর আবেদনে সাড়া দিয়ে বিনামূল্যে রেশন বণ্টনের সময়সীমা আগামী বছর পর্যন্ত বৃদ্ধিতে কেন্দ্রের সবুজ সংকেত মেলে কি না, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজ্যবাসী তথা দেশবাসীর।

Leave a Reply