[ad_1]
নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন ইডি হেফাজতে। তার বাড়িতে অতর্কিত হানা দেওয়ার পর ইডি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে দু’ফায় প্রায় ৫০ কোটি টাকা নগদ এবং অন্যান্য আরও কোটি কোটি মূল্যের ধন সম্পদ উদ্ধার করে। এর পাশাপাশি জানা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুজনের কয়েক কোটি টাকার সম্পত্তি।
এই মামলার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তারা দুজনেই ইডি হেফাজতে রয়েছেন। এই ইডি হেফাজতে থাকাকালীন তাদের কপালে কি কি খাবার জুটছে তা নিয়েই এখন কৌতুহল আমজনতার। পার্থ চট্টোপাধ্যায় ১৫ বছর ধরে টাইপ টু ডায়াবেটিক রোগে আক্রান্ত। এর পরিপ্রেক্ষিতে ভুবনেশ্বর এইমস-এর চিকিৎসকেরা চারপাতার একটি একটি প্রেসক্রিপশন দেন।
সেই প্রেসক্রিপশনে পার্থ চট্টোপাধ্যায়কে ফ্লুইড জাতীয় খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে সেই পরামর্শ না মেনে পার্থ চট্টোপাধ্যায় খাসির মাংস এবং ভাত খেতে চান বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। যদিও ইডি আধিকারিকরা এই পরিস্থিতি সামাল দিতে অর্পিতার দ্বারস্থ হন এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়কে বোঝান এই অনিয়ম তার স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে।
এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায় তার ঘনিষ্ঠ বান্ধবীর ধমকে শেষমেষ খাসির মাংস ও ভাত খাওয়ার জেদ ছাড়েন। ইডি হেফাজতে নিজের পছন্দমত খাবার না পেলেও পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্যকর খাবার দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে ইডি সূত্রে। অন্যদিকে আবার ইডি হেফাজতে অর্পিতা মুখোপাধ্যায় ড্রাই ফ্রুট এবং কফি খেতে চান। এক্ষেত্রেও তার শারীরিক সুস্থতার দিকটি বিচার রেখে স্বাস্থ্যকর খাবার দিচ্ছেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, শারীরিক সুস্থতার দিকটি নজরে রাখার পাশাপাশি মানসিক সুস্থতার দিকটি নজরে রেখে অর্পিতা মুখোপাধ্যায়কে বাটা মসলা এবং হালকা তেলে রান্না খাবার দেওয়া হচ্ছে।
পার্থ চট্টোপাধ্যায়ের খাবারের মেনুতে রয়েছে, সকালে সুগার ফ্রি দিয়ে লিকার চা, ২টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। ব্রেকফাস্টে ওটসের খিচুরি। ঘন্টা খানেক পর দুই রকমের ফল এবং দুপুরে মুসুম্বি। রবিবার লাঞ্চে পাঁঠার মাংসের পরিবর্তে ২ পিস চিকেনের হালকা ঝোল। সন্ধ্যা বেলায় তেলে ভাজার বদলে বিস্কুট। রাতের খাবারে দুটি রুটি ও সবজি। সারা দিনে ORS মেশানো এক লিটার জল।
অর্পিতা মুখোপাধ্যায়ের খাবারের মেনুতে রয়েছে, সকালে সুগার ফ্রি দিয়ে লিকার চা এবং ২টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। ব্রেকফাস্টে ৪ পিস ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ এবং কলা। এক ঘণ্টা পর ফলের রস, দুপুরে মুসুম্বি। লাঞ্চে দেওয়া হচ্ছে ভাত, রুটি, ডাল, সবজি, মাছ। সন্ধ্যায় চা-বিস্কুট এবং রাতে দুটি রুটি ও সবজি।
[ad_2]